বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম সেশনে টাইগারদের একমাত্র অর্জন আইয়ারের উইকেট

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২২ ১২:০৯

প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটের খরচায় ৩৪৮ রান। ৪০ রানে উইকেটে আছেন রবীচন্দ্রন আশ্বিন। তাকে ২১ রানে সঙ্গ দিচ্ছেন কূলদ্বীপ ইয়াদভ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ভারত শিবিরে হানা দিলেও প্রথম সেশনে আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। দিনের শুরুতে শ্রেয়াশ আইয়ারকে ফেরালেও বিপর্যয় সামলে প্রথম সেশনে স্কোরবোর্ডে ৭০ রান যোগ করেছে সফরকারীরা।

প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটের খরচায় ৩৪৮ রান। ৪০ রানে উইকেটে আছেন রবীচন্দ্রন আশ্বিন। তাকে ২১ রানে সঙ্গ দিচ্ছেন কূলদ্বীপ ইয়াদভ।

আগের দিনের করা ২৭২ রানের সঙ্গে দিনের শুরুতে ৬ রান যোগ করতেই এবাদত হোসেন তুলে নেন আগের দিনের অপরাজিত ব্যাটার শ্রেয়াশ আইয়ারকে। বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৬ রান।

তবে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রতিরোধ গড়ে তোলেন আশ্বিন ও কূলদ্বীপ। দুজনে মিলে জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেশনের বাকি সময়টাতে আর উইকেটের দেখা মেলেনি স্বাগতিকদের।

এর আগে সাগরিকায় প্রথম দিনের প্রথম সেশনে তিন উইকেট হারালেও দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ায় ভারত। কিন্তু শেষ সেশনে আরও তিন উইকেট তুলে নিয়ে প্রথম দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।

দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেট খরচায় ২৭৮ রান।

এ বিভাগের আরো খবর