চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অপরাজিত মরক্কো একের পর এক জয়ে তাক লাগিয়েছে এবারের বিশ্বকাপে। বেলজিয়াম, স্পেন ও পর্তুগালকে কাঁদিয়ে এবার সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে অ্যাটলাস লায়নস।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ফেভারিট ভাবা হলেও মরক্কোর সাম্প্রতিক পারফরম্যান্স অবধারিতভাবেই ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। একপেশে না হয়ে ম্যাচটি হাই ভোল্টেজে রূপ নিতে পারে এমনটাই ভাবছেন ফুটবল বোদ্ধারা।
বিশ্বকাপের এ হাই ভোল্টেজ ম্যাচে ফরাসিরা ফেভারিট হলেও সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম ও কোট ডি ভোয়ার সাবেক তারকা ডিডিয়ের ড্রগবা এগিয়ে রাখছেন মরক্কোকেই।
কাতারের দোহায় একটি অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ ২০২২ বিজয়ীর জন্য তাদের ভবিষ্যদ্বাণী সম্পর্কে জানতে চাওয়া হলে তারা মরক্কোর পতাকা-সংবলিত প্ল্যাকার্ড তুলে ধরেন।
বেকহ্যাম ও ড্রগবার সঙ্গে সুর মিলিছেন বিল গেটসও। তাদের ভবিষ্যদ্বাণী ফ্রান্সের বিপক্ষে ম্যাচে জয় পাবে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা আফ্রিকার দেশ মরক্কো।
ইউরোপিয়ান ফুটবল জায়ান্ট পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে মরক্কো প্রথম আফ্রিকান ও আরব-ভাষী দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে।