চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে তিন উইকেট হারালেও দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ায় ভারত। কিন্তু শেষ সেশনে আরও তিন উইকেট তুলে নিয়ে প্রথম দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।
দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট খরচায় ২৭৮ রান।
সাগরিকায় সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
ভারতের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ৪১ রানে শুভমান গিল আউট হন ইয়াসির আলীকে ক্যাচ দিয়ে। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ২০ রান। এরপর স্কোরবোর্ডে ৪ রান যোগ করে ব্যক্তিগত ২২ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন রাহুল।
বেশি সময় টিকতে পারেননি ভারতের তারকা ব্যাটার ভিরাট কোহলি। ৫ বলে ১ রান করে তাইজুলের বলে আউট হয়ে ফেরেন তিনি।
দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া ভারতের হাল ধরতে এগিয়ে আসেন চেতেশ্বর পুজারা ও রিশাভ পান্ট। দুজনে মিলে ৬৪ রানের জুটি গড়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়ার চেষ্টা করলেও দলীয় ১১২ রানে পন্তের বিদায়ে ভাটা পড়ে সেই প্রচেষ্টায়।
তবে উইকেট কামড়ে ধরে বসে ব্যাট চালাতে থাকেন পূজারা। সঙ্গে নেন শ্রেয়াশ আইয়ারকে। এই দুই ব্যাটারের অবিচ্ছেদ্য ১৪৯ রানের জুটিতে ট্র্যাকে ফেরে সফরকারীরা।
দলীয় ২৬১ রানে পূজারা সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে তাইজুলের শিকার বনে মাঠ ছাড়লে ফের দিনের খেলায় নিয়ন্ত্রণে ফেরে টাইগাররা।
দিনের শেষ বলে ১৪ রানে আক্সার প্যাটেল ফিরে যান। আর তাতেই প্রথম দিনে ৬ উইকেট ঝুলিতে পুরে মাঠ ছাড়ে টাইগাররা। দিন শেষে আইয়ার অপরাজিত থাকেন ৮২ রানে। দ্বিতীয় দিনের শুরুতে তাকে সঙ্গ দেবেন রভিচন্দ্রন আশউইন।
বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ আর একটি উইকেট ঝুলিতে পুরেন খালেদ আহমেদ।