বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমবাপে-হাকিমি: বন্ধু যখন শত্রু

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ১৬:০১

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ২০২১ সালে যোগ দেয়ার পর থেকে এমবাপের সঙ্গেই সবচেয়ে ঘনিষ্ঠ হাকিমি। বন্ধুকে ভালোবেসে পেঙ্গুইন ডাকেন এমবাপে। লিগ ম্যাচে গোল করে পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপনও করেছেন তিনি।

ফিফা বিশ্বকাপে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো। সে ম্যাচে মাঠে নামবেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই তারকা কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমি। তারা দুজন একে অপরের ভালো বন্ধু হলেও মাঠে নামবেন প্রতিপক্ষ হয়ে।

বিশ্বকাপের আগে এমবাপে মজা করে হাকিমিকে বলেছিলেন, বিশ্বকাপে তোমার সঙ্গে দেখা হবে আর আমি তোমাকে উড়িয়ে দেব। অন্যজনও হেসে পাল্টা হুমকি দিয়েছিলেন। মজার ছলে বলা কথা বিশ্বকাপে সত্যি হতে যাচ্ছে। কাতারের আল বাইত স্টেডিয়ামে বুধবার ফাইনাল নিশ্চিত করতে এমবাপের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে হাকিমির মরক্কো।

২০১৮ সালের বিশ্বকাপ জেতা ফ্রান্স মাঠে নামছে টানা দুই শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যেতে। আরেক দল রূপকথার জন্ম দিয়ে উঠে এসেছে সেমিফাইনালে। সেমিফাইনালে ফ্রান্স ফেভাটিরের তকমা পেলেও বেলজিয়াম, স্পেন ও পর্তুগালকে হারিয়ে আসা মরক্কোকে হালকাভাবে নেয়ার ভুল করবে না বিশ্বের কোনো দলই।

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ২০২১ সালে যোগ দেয়ার পর থেকে এমবাপের সঙ্গেই সবচেয়ে ঘনিষ্ঠ হাকিমি। বন্ধুকে ভালোবেসে পেঙ্গুইন ডাকেন এমবাপে। লিগ ম্যাচে গোল করে পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপনও করেছেন তিনি।

এমবাপের বন্ধুত্বকে সম্মান জানিয়ে স্পেনের বিপক্ষে টাইব্রেকে গোল করে হাকিমিও পেঙ্গুইন উদযাপনে মাতেন।

ম্যাচের আগে বন্ধু এমবাপের উদ্দেশে হাকিমি টুইট করে লেখেন, ‘শিগগির দেখা হবে বন্ধু।’ অন্যদিকে ভালোবাসার ইমোজি দিয়ে হাকিমিকে নিয়েও টুইট করেছেন এমবাপে।

মরক্কোর হয়ে আশরাফ হাকিমি খেলেন রাইট ব্যাক পজিশনে। ফ্রান্সের হয়ে ওই প্রান্তেই আক্রমণে থাকেন এমবাপে। ফাইনাল নিশ্চিত করতে দুই বন্ধুর একে অপরকে থামাতেই হবে।

এ বিভাগের আরো খবর