চট্টগ্রামে প্রথম টেস্টের শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে রয়েছে সফরকারী ভারত। ভারতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। শুভমান গিলের পর ফিরলেন অধিনায়ক লোকেশ রাহুল আর ভিরাট কোহলিও।
প্রথম সেশনে ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৫ রান।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
ভারতের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ৪১ রানে শুভমান গিল আউট হন ইয়াসির আলীকে ক্যাচ দিয়ে। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ২০ রান। এরপর স্কোরবোর্ডে ৪ রান যোগ করে ব্যক্তিগত ২২ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন রাহুল।
বেশি সময় টিকতে পারেননি ভারতের তারকা ব্যাটার ভিরাট কোহলি। ৫ বলে ১ রান করে তাইজুলের বলে আউট হয়ে ফেরেন তিনি।
বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি। এর আগে শততম টেস্ট ক্রিকেটার ছিলেন নাঈম শেখ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।