বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গিবনের ভবিষ্যদ্বাণী: ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২২ ২১:৪৯

এমনই এক ভবিষ্যদ্বাণী করেছে ক্রোয়েশিয়ার জাগরেব চিড়িয়াখানার কেন্ট নামের এক গিবন ও তার সঙ্গীরা। নিজ দেশ ক্রোয়েশিয়াকে সেমির জয়ে এগিয়ে রাখছে তারা।

এক দলের সামনে লক্ষ্য ৩৬ বছরের শিরোপা খরা কাটানো। আরেক দলের লক্ষ্য গত বিশ্বকাপে স্বপ্নভঙ্গের প্রতিশোধ নেয়া। এমন দুই ভিন্ন লক্ষ্য নিয়ে রাতে কাতার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

টানটান উত্তেজনার এই বিগ ম্যাচ নিয়ে বেশ আগে থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। মেসি না মডরিচ? কে হাসতে যাচ্ছেন শেষ হাসি? তাই নিয়ে বেশকিছু দিন ধরেই চলছে ভবিষ্যদ্বাণী।

কারো দিক থেকে জয়ের পাল্লা ভারী আর্জেন্টিনার, কেউ বা এগিয়ে রাখছেন ক্রোয়েশিয়াকে।

এমনই এক ভবিষ্যদ্বাণী করেছে ক্রোয়েশিয়ার জাগরেব চিড়িয়াখানার কেন্ট নামের এক গিবন ও তার সঙ্গীরা। নিজ দেশ ক্রোয়েশিয়াকে সেমির জয়ে এগিয়ে রাখছে তারা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ম্যাচের দিন কেন্টের খাঁচায় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার পতাকা সংবলিত দুটি ঝুড়িতে খাবার দেয় কেন্টদের। আর সেখান থেকে কেন্ট ক্রোয়েশিয়ার পতাকা সংবলিত ঝুড়ি থেকে খাবার তুলে নেয়। সঙ্গীরা আর্জেন্টিনার ঝুড়ি বেছে নিলেও কেন্টের ভোট যায় ক্রোয়েশিয়ায়।

আর এরপরই খবর প্রচার হয় দুই সেমিফাইনালিস্টের ভেতর কে যাচ্ছেন ফাইনালে।

এ বিভাগের আরো খবর