বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি বিশ্বকাপ জিতবে, এটা লেখা হয়ে গেছে: ইব্রাহিমোভিচ

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২২ ১৭:২৫

সুইডিশ তারকা ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ দুই ম্যাচ বাকি থাকতেই জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ। তার মতে এবারের শিরোপা উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে।

আর মাত্র দুই ম্যাচের অপেক্ষা। এরপরই জানা যাবে কার হাতে উঠছে ফিফা বিশ্বকাপের শিরোপা। শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো এই চার দলের এক দলের হাতেই উঠছে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার।

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে আর মাত্র অপেক্ষা দুই ম্যাচ জয়ের। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া আর ফাইনালে ফ্রান্স বা মরক্কোর এক দলকে হারাতে পারলেই আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপের তৃতীয় শিরোপা।

এখনও সেমির বাধা টপকানো হয়নি স্কালোনি শিষ্যদের। প্রথম সেমিফাইনালে বুধবার রাতে ক্রোয়েশিয়াকে টপকাতে পারলেই নিশ্চিত হবে আর্জেন্টিনার ফাইনাল।

সুইডিশ তারকা ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ দুই ম্যাচ বাকি থাকতেই জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ। তার মতে এবারের শিরোপা উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে।

‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।’

সুইডেনের হয়ে ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে খেলেছেন ইব্রাহিমোভিচ। লিওনেল মেসির সঙ্গে ২০০৯-১০ মৌসুমে বার্সেলোনার একসঙ্গে খেলেছেন এই ফরোয়ার্ড। এবারের বিশ্বকাপে সুইডেন কোয়ালিফাই করতে পারেননি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলে বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস ২৫টি ম্যাচ খেলেছেন।

এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে খেললেও জার্মানির কাছে হেরে শিরোপা জেতা হয়নি মেসির।

এ বিভাগের আরো খবর