বিশ্বকাপ জোয়ারে ভাসছে পুরো দুনিয়া। উপমহাদেশের অন্য দেশ গুলোর মতো বাংলাদেশেও রয়েছে এর উন্মাদনা। দেশের বেশির ভাগ সমর্থকই ব্রাজিল ও আর্জেন্টিনার।
বাংলাদেশের ক্রিকেটাররাও এর বাইরে নন। তাদেরও রয়েছে পছন্দের দল। বিশ্বজুরে ফুটবলের এই উন্মাদনার মধ্যেই চলছে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশ দলের অনেকেই সমর্থন করেন আর্জেন্টিনা। সাকিব, মুশফিক, সোহানরা লিওনেল মেসির ভক্ত।
বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। অন্যদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে বুধবার সকাল ৯টায়।
মধ্যরাত পর্যন্ত খেলা দেখে পরের দিন সকালে সতেজ থেকে মাঠে নামাটা বেশ কঠিন হবে ক্রিকেটারদের জন্য। যে কারণে টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো খেলোয়াড়দের বারণ করেছেন রাত জেগে সেমিফাইনাল দেখতে।
শিষ্যদের খেলা দেখার বিষয়ে কোনো বাধ্যবাকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, বিশ্বকাপের ম্যাচ দেখে সকালে টেস্ট ম্যাচ খেলার ভাবনাটা হবে 'স্টুপিড'।
মঙ্গলবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব সময়ের মতো ওদের দ্রুত ঘুমাতে যেতে হবে। এটা সোজা কথা। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়। ভোর তিনটা পর্যন্ত জেগে আপনি ফুটবল ম্যাচ দেখতে পারেন না। এটা হবে একটা স্টুপিড কাজ।ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।’