ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিততে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৫৫ রানের। ৬ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করার পর ধস নামে স্বাগতিক ইনিংস। ৩৪ রান তুলতে তারা হারায় ৪ উইকেট। চতুর্থ দিনে ইংলিশদের কাছে ২৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।
সোমবার ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট জয়ের মধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা। এতে করে ২২ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল দলটি।
এর আগে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শনিবার শুরু হবে করাচিতে।
মুলতানে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বেন ডাকেট ও ওলি পোপের হাফ সেঞ্চুরিতে ভর করে ২৮১ রান সংগ্রহ করে অধিনায়ক বেন স্টোকসের দল। ডাকেটের ৬৩ রানের সঙ্গে ওলি পপের ব্যাট থেকে আসে ৬০ রান।
জবাব দিতে গিয়ে নিজেদের প্রথম ইনিংসটা ভালো করতে পারেনি পাকিস্তান। বাবর আজমের ৭৫ রানের সঙ্গে সাউদ শাকিল করেন ৬৩ রান। বাকিদের কেউই ব্যাট হাতে আলো ছড়াতে না পারলে ২০২ রানে গুটিয়ে যায় দলটি।
৭৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আরও ২৭৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এতে করে ৩৫৪ রানের পুঁজি দাঁড়ায় ইংলিশদের। দ্বিতীয় ইনিংসে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকস তুলে নেন ক্যারিয়ের দ্বিতীয় সেঞ্চুরি।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে শাকিল ৯৪ ও ইমাম উল হক ৬০ রান করেন। ৪৫ রান করে করেন মোহাম্মদ নাওয়াজ ও আব্দুল্লাহ শফিক। ৩২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে মার্ক উড নেন ৪ উইকেট। ওলি রবিনসন ও জেমস এন্ডারসন নেন ২টি। প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান হ্যারি ব্রুকস।