সফরকারী ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। শনিবার শেষ ওয়ানডে ছিল কেবল নিয়মরক্ষার ম্যাচ। আর সেই ম্যাচে ২২৭ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ভারত।
ভারতের দেয়া ৪১০ রানের পাহাড়সম টার্গেটের অর্ধেকও করতে পারেনি বাংলাদেশ। এমনকি ভারতের ওপেনার ইশান কিশানের করা ২১০ রান পার করতে পারেননি বাংলাদেশের ১১ ব্যাটার মিলে। ১৮২ রানেই থেমেছে বাংলাদেশের রানের চাকা। ফলে ২২৭ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ভারত।
সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারীদের এই সান্ত্বনার জয়ে ২-১ ব্যবধানে বাংলাদেশ সিরিজ শেষ করেছে।
ভিরাট কোহলির সেঞ্চুরির পাশাপাশি রোহিত শর্মার বদলি হিসেবে নামা ইশান কিশানের রেকর্ড ২১০ রানের ইনিংসের সুবাদে সফরকারী ভারত দেয় ৪১০ রানের পাহাড়সম টার্গেট।
ভারতের করা রান পাহাড়ের বিপরীতে ব্যাট হাতে নেমে শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। দলীয় ৪৭ রানের ভেতরেই সাজঘরে ফিরতে হয় টাইগার ওপেনার আনামুল হক বিজয় (8) ও লিটন কুমার দাসকে (২৯)।
সাকিব আল হাসান পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালালেও উইকেটের অপর প্রান্ত থেকে মিলছিল না তেমন কোনো সাড়া। তার ৫০ বলে ৪৩ রানের ইনিংস ছাড়া দলের স্কোরবোর্ডে তেমন কোনো কার্যকরী রান যোগ করা সম্ভব হয়নি বাকিদের পক্ষে।
মুশফিকের ব্যাট থেকে আসে ৭ রান, মাহমুদউল্লাদ রিয়াদ ২০, আফিফ ৮, মিরাজ ৩ আর এবাদত ফেরেন রানের খাতা খোলার আগেই।
শেষ দিকে মুস্তাফিজ ও তাসকিন ঝোড়ো ইনিংস খেললেও তাতে কমেছে কেবল পরাজয়ের ব্যবধানটাই। ইনিংস শেষে ১৭ রানে অপরাজিত থাকেন তাসকিন । ফিজ করেন ১৩ রান।
আর তাতেই ২২৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এর আগে বাংলাদেশ সবচেয়ে বেশি ব্যবধানে ওয়ানডে হেরেছে পাকিস্তানের কাছে। ২০২০ সালের ২ জুন ঢাকায় পাকিস্তানের দেয়া ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে। ২৩৩ রানের ব্যবধানে এশিয়া কাপে পাকিস্তানের সেই জয়ের রেকর্ড অবশ্য টপকাতে পারেনি ভারত।।