ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। নিয়মরক্ষার শেষ ম্যাচে ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে ভারতের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।
এর আগে ২০১৫ সালে সিরিজের শেষ ম্যাচে হেরে ভারতকে ক্লিন সুইপের সুযোগ হারায় টাইগাররা।
এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত ৩৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ সাতটি এবং ভারত ৩০টিতে জিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বদলে একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলানো হচ্ছে ইয়াসির আলি রাব্বীকে।
বাংলাদেশের মতো ভারত দলেও আছে দুটি পরিবর্তন। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ছিটকে গেছেন দল থেকে।
শেষ ম্যাচে দলের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। চোটের কারণে বাদ পড়েছেন দীপক চাহার। দলে এসেছেন ইশান কিষাণ ও কুলদীপ যাদব।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), ইশান কিষাণ, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দার, আক্সার পাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।