বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতকে ক্লিন সুইপ করতে চায় বাংলাদেশ

  •    
  • ৯ ডিসেম্বর, ২০২২ ১৯:৫৪

এ পর্যন্ত বাংলাদেশ ও ভারত ৩৮টি ম্যাচ খেলেছে। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে। ভারতের জয় ৩০টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমবারের মতো ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে ভারতের মুখোমুখি হবে লাল সবুজের জার্সিধারীরা। এর আগে ২০১৫ সালে সিরিজের শেষ ম্যাচে হেরে ভারতকে ক্লিন সুইপের সুযোগ হারায় টাইগাররা।

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচ।

প্রথম ওয়ানডেতে ১ উইকেটের পর দ্বিতীয়টিতে ৫ রানে জয়ে টানা দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। দুই ম্যাচেই জয়েই নায়ক ছিলনে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দুই বারই দলকে খাদের কিনারা থেকে তুলে জয়ে এনে দেন এই অলরাউন্ডার।

দ্বিতীয় ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোটের কারণে ভারতের ইনিংস শুরু করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। শেষ দিকে ইনজুরি নিয়েই ব্যাট করতে নামেন ভারতের অধিনায়ক। রোহিত ২৮ বলে অপরাজিত ৫১ রান করে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে নিলেও শেষ বলে হার মানতে হয় ভারতকে।

টানা দুই ম্যাচে দারুণ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে চোটের কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক রোহিত শর্মা, দীপক চাহার এবং কুলদীপ সেন।

শেষ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট বলেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি। এই দলটি কখনোই ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এখন আমাদের মূল লক্ষ্য।

‘৩-০ ব্যবধানে জিততে পারলে আমরা অবশ্যই নিজেদের গর্বিত মনে করব। এর আগে আমরা পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছি। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আমরা এখন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছি। চাপের মুখে জিততে শুরু করছি।’

সিরিজের শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন ম্যাকডারমট।

চোটের কারণে তিন খেলোয়াড় ছিটকে পরায় একাদশে পরিবর্তন দেখা যাবে ভারতের। ইতোমধ্যে স্পিনার কুলদীপ যাদব যোগ দিয়েছেন দলে। শেষ ওয়ানডেতে তার খেলার প্রবল সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত ৩৮টি ম্যাচ খেলেছে। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে; ভারতের জয় ৩০টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

এ বিভাগের আরো খবর