হারে শুরু, হারেই শেষ। মাঝের সময়টাতে নেই কোন অর্জন, বরং রয়েছে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড। আর এই চিত্রটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজের।
সিরিজের প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিতেও নিগার-ফারজানাদের মাঠ ছাড়তে হয়েছে হারকে সঙ্গী করে। শেষ ম্যাচে সফরকারীরা হেরেছে ৬৩ রানে। এতে করে বাংলাদেশকে ৩-০ তে ক্লিন সুইপ করল নিউজিল্যান্ড।
কুইন্সটাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে স্বাগতিক দল। সর্বোচ্চ ৪৮ রান করেন অ্যামেলিয়া কার। অধিনায়ক সোফি ডিভাইন ৪৭ রান করেন।
বাংলাদেশের হয়ে মারুফা আকতার, সালমা খাতুন, নাহিদা আকতার, ফারিহা তৃষ্ণা ও রাবেয়া খান নেন ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। আর তাতেই ৬৩ রানের জয় বাগিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
এর আগে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ পেয়েছিল সর্বনিম্ন রানে অল আউট হওয়ার স্বাদ। সেই ম্যাচে সর্বসাকূল্যে ৩২ রান করে বাংলাদেশ। ফলাফল ১৩২ রানের হার দিয়ে সিরিজ শুরু। দ্বিতীয় ম্যাচে লড়াই করলেও ম্যাচের ফলে পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশের মেয়েরা।