বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১৬:০৫

আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭১ রান করেছে স্বাগতিক দল। মিরাজ ১০০ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

মেহেদী মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭১ রান করেছে স্বাগতিক দল। মিরাজ ১০০ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

শেরেবাংলায় ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ দল। মিরপুরের লো ও স্লো পিচে ব্যর্থ হয় বাংলাদেশের টপ ও মিডল অর্ডার।

৬৯ রানে ৬ উইকেট হারিয়ে এক শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল টাইগাররা। সেখান থেকে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মেহেদী মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ।

৭ম উইকেটে ১৪৮ রান যোগ করেন দুই ব্যাটার। ৯৬ বলে ৭৭ রান করে রিয়াদ আউট হলেও। মিরাজ টিকে থাকেন শেষ পর্যন্ত।

৮৩ বলে ৪ ছক্কা ও ৮টি চারে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

WHAT. A. KNOCK 🔥 Mehidy Hasan Miraz brings up his maiden ODI century to help Bangladesh to a competitive total 💪#BANvIND | Scorecard 👉 https://t.co/A76VyZDXby pic.twitter.com/rYHU4n5iJr

— ICC (@ICC) December 7, 2022

মিরপুরের শেরেবাংলায় বুধবার দুপুরেও ছিল প্রথম ম্যাচের মতো স্লো ও লো উইকেট। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিটন দাস।

ব্যাট করতে নেমে স্পিনার ওয়াশিংটন সুন্দরের তোপে নাকাল হয় স্বাগতিক ব্যাটাররা। শুরুর দশ ওভারে লিটন দাস ও এনামুল বিজয়কে ফেরান পেইসার মোহাম্মদ সিরাজ।

এরপর একে একে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেনের উইকেট তুলে নেন ওয়াশিংটন। তার স্লো টার্নিং বল সামলাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।

বাংলাদেশ দলের হয়ে টিকে থাকার চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত। ২১ রান আসে তার ব্যাট থেকে। ১২ রান করেন মুশফিক। ১১ রান আসে এনামুলের ব্যাট থেকে।

সাকিব আউট হন ৮ রান করে আর অধিনায়ক লিটনের ব্যাট থেকে আসে ৭। টাইগারদের স্কোরবোর্ডে রান তখন ৬৯ রান। পতন ঘটেছে ৬ উইকেটের।

এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলকে টেনে তোলার গুরুভার কাঁধে তুলে নেন রিয়াদ ও মিরাজ। দুজনের অবিচ্ছেদ্য ১৪৮ রানের জুটিতে ভর করে দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দলীয় ২১৭ রানে রিয়াদ আউট হলেও ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘোরাতে থাকেন মিরাজ। ভয়ডরহীন ব্যাটিংয়ে বাড়াতে থাকেন দলের সংগ্রহ। দুর্দান্ত সমর্থন দিয়ে যান নাসুম আহমেদও।

শেষ ওভারে শার্দুল ঠাকুরকে ব্যাক-টু-ব্যাক ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কাছে চলে যান মিরাজ। শেষ বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি।

মিরাজের সেঞ্চুরির সঙ্গে নাসুমের হার না মানা ১১ বলে ১৮ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ভারতের সামনে ২৭১ রানের পুঁজি দাড় করায় স্বাগতিকরা।

এ বিভাগের আরো খবর