বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অধিনায়কত্ব হারাতে পারেন রোনালডো

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ১৭:০৬

কোরিয়ার বিপক্ষে ম্যাচে ৬৫তম মিনিটে রোনালডোকে মাঠ থেকে তুলে নেন কোচ ফার্নান্দো সান্তোস। এরপরই বাধে বিতর্ক। ওই ম্যাচে তাকে উঠিয়ে নেয়ার সময় নিজের অসন্তোষ প্রকাশ করেন রোনালডো। 

কাতারে বিশ্বকাপ খেলতে আসার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিয়মিত মাঠে দেখা যায়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডোকে। দলের কোচ এরিখ টেন হাখের সঙ্গে বনিবনা না হওয়াতে সাইড বেঞ্চে বেশি দেখা গেছে এই তারকা ফরোয়ার্ডকে। বিশ্বকাপে যোগ দেয়ার দুদিন আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া বিস্ফোরক সেই সাক্ষাৎকারের পরে তো ম্যানইউর সঙ্গে চুক্তিরই অবসান ঘটে রোনালডোর।

জাতীয় দল পর্তুগালের হয়েও রোনালডো যেন একই পথে হাঁটছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে খেলেছেন পাঁচবারের ব্যালন ডরজয়ী এই তারকা। প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি গোল ছাড়া আর কোনো গোল করতে পারেননি তিনি। এমনকি গোলের সুযোগও তৈরি করতে পারেননি। তৈরি করে দেয়া সুযোগও মিস করেছেন ৩৭ বছর বয়সী রোনালডো।

কোরিয়ার বিপক্ষে ম্যাচে ৬৫তম মিনিটে রোনালডোকে মাঠ থেকে তুলে নেন কোচ ফার্নান্দো সান্তোস। এরপরই বাধে বিতর্ক। ওই ম্যাচে তাকে উঠিয়ে নেয়ার সময় নিজের অসন্তোষ প্রকাশ করেন রোনালডো।

ম্যাচ শেষে রোনালডো দাবি করেন, কোরিয়ার খেলোয়াড়রা তাকে মাঠ থেকে দ্রুত উঠে যেতে বলায় তাদের উদ্দেশে তিনি ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলছিলেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের কোচ দাবি করেন রোনালডোকে তুলে নেওয়াতে কোচকে ইঙ্গিত করে কিছু বলেছেন রোনালডো। যে কারণে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ছবিগুলি দেখেছি যা আমার মোটেও পছন্দ হয়নি। আমি সত্যিই এটা পছন্দ করিনি। ওই সময়ই এই ইস্যুটি শেষ হয়ে গেছে। এসব বিষয়ে সমাধান আগেই হয়ে গেছে। এখন দলের সবার দৃষ্টি সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচের দিকে।’

দলের অধিনায়ক রোনালডোর সঙ্গে খুশি নন বলেও প্রকাশ করেন তিনি। এমনকি সুইসদের বিপক্ষে ম্যাচে রোনালডো শুরুর একাদশে না থাকারও ইঙ্গিত দিয়েছেন কোচ সান্তোস।

ম্যানেজার বলেন, ‘আমি স্টেডিয়ামে পৌঁছে এ বিষয়ে সিদ্ধান্ত নেব যে, কে অধিনায়ক হবে। দলের লাইনআপ এখনও ঠিক করিনি। আমি সব সময় স্টেডিয়ামে গিয়েই তা করি এবং বরাবরের মতো তাই করব।

অধিনায়কত্ব হারালে একাদশে জায়গাও হারাতে পারেন রোনালডো। তার জায়গায় কোচ খেলাতে পারেন দ্রুতগতির ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে।

এ বিভাগের আরো খবর