বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাপান-ক্রোয়েশিয়া ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২২ ২২:০৭

ডাইজেন মাইদার ৪৩ মিনিটের গোলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে জাপান।

কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো অতিরিক্ত সময়ে গড়াল কোন ম্যাচ। শেষ আটের লড়াইয়ে জাপান ও ক্রোয়েশিয়ার ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকায় সেটি গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিট আরও খেলা হবে। সেখানে ফলাফল নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে পেনাল্টি শ্যুট আউটে।

শেষ আট নিশ্চিতের লড়াইয়ে জাপানের বিপক্ষে প্রথমার্ধেই কিছুটা ব্যাকফুটে চলে যায় ক্রোয়েশিয়া। ডিজেন মাইদার ৪৩ মিনিটের সময় দেয়া গোলে ১-০ লিড নিয়ে বিরতিতে যায় জাপান।

আর বিরতির পরই ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ইভান পেরিসিচ। ৫৫তম মিনিটে দেয়ান লভরেনের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন টটেনহ্যাম হটস্পার তারকা পেরিসিচ। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচ চলেছে সমতায়।

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা জাপান ম্যাচের শুরু থেকেই চেপে ধরে গেলবারের ফাইনালিস্টদের। ম্যাচের তৃতীয় মিনিট থেকেই ক্রোয়েশিয়ার জাল লক্ষ্য করে আক্রমণ চালানো শুরু করে এশিয়ানরা।

কিন্তু বারবার আক্রমণের পরও ফিনিশিংয়ের অভাবে সফলতার মুখ দেখছিল না জাপান।

বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে কমতি ছিল না জাপানিদের। যদিও ক্রোয়েশিয়ার ফুটবলারদের প্রতি বেশ আক্রমণাত্মক আচরণ করতে দেখা গেছে ম্যাচ জুড়ে জাপানিদের।

দুই দলের একের পর এক ব্যর্থ আক্রমণে প্রথমার্ধ গোলশূণ্য শেষ হওয়ার ইঙ্গিত মিলছিল। কিন্তু ৪৩ মিনিটে ডেডলক ভেঙ্গে জাপানিদের এগিয়ে দেন স্ট্রাইকার ডাইজেন মাইদা। ডোয়ানের কর্ণার থেকে করা ক্রস দুর্দান্ত এক হেডে মাইদার কাছে পাঠান ইয়শহিদা। সেখান থেকে জালের ঠিকানা খুঁজে নিতে বিন্দুমাত্র দেরি হয়নি মাইদার। আর তাতেই ১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বর্তমান রানার আপদের।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে ক্রোয়েশিয়ানরা। আর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথাতেই সফল হয় গেলবারের ফাইনালিস্টরা।

ডি বক্সের বাহিরে থেকে নেয়া লভরেনের দুর্দান্ত এক ক্রস দৃষ্টিনন্দন এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন ইভান পেরিসিক। আর তাতেই দল ফেরে সমতায়।

এরপর ম্যাচের বাকিটা সময় জোড়ালো কিছু আক্রমণের দেখা মিলেছিল দুই শিবির থেকেই। কিন্তু কাঙ্খিত গোলের দেখা মেলেনি কারোরই।

যে কারণে সমতায় থেকেই তাদের শেষ করতে হয় ৯০ মিনিট। আর ফলাফল নিষ্পত্তির জন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

এ বিভাগের আরো খবর