মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং নৈপুণ্যে ভারতের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এতে করে ৭ বছর পর বাংলাদেশে এসে রোহিত শর্মা-ভিরাট কোহলিদের যাত্রা শুরু হয়েছে হার দিয়ে।
হারের পর বাড়তি আঘাত হিসেবে ভারত দলের ওপর নেমে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরিমানা।
স্লো ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নিয়েছে আইসিসি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির এলিট ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এ জরিমানার ঘোষণা দেন।
নির্ধারিত সময়ের ভারত যত ওভার বোলিং করার কথা, তার চেয়ে ৪ ওভার কম করেছে। যে কারণে ওভার প্রতি ২০ ভাগ করে মোট ৪ ওভারের জন্য ৮০ ভাগ ম্যাচ ফি কেটে নেয়া হয় কোহলিদের।
আইসিসির কোড অফ কনডাক্ট অনুযায়ী খেলোয়াড় আচরণবিধির ২.২২ আর্টিকেল অনুযায়ী শাস্তির আওতায় আনা হয়েছে ভারতের ক্রিকেটারদের।
আচরণবিধি অনুযায়ী, যদি কোনো দল বোলিংয়ের সময় নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ব্যায় করে তবে সেই সময়গুলোকে ওভার দিয়ে হিসেব করা হবে। তাতে প্রতি ওভারের জন্য সেই দলের ক্রিকেটারদের ২০ ভাগ করে ম্যাচ ফি কেটে নেয়া হবে।
এ শাস্তির পর কোন শুনানির প্রয়োজন হয়নি। কেননা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অপরাধ স্বীকার করে নিয়েছেন ও শাস্তি মেনে নিয়েছেন।