বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ থেকে দেশে ফিরলেন স্টার্লিং

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২২ ১৭:০২

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে স্টার্লিং রোববার নকআউট পর্বে সেনেগালের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে পারিবারিক কারণে দলের বাইরে ছিলেন।

লন্ডনে নিজের বাড়িতে ডাকাতি হওয়ায় কাতারে দলের ক্যাম্প থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। শনিবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে স্টার্লিং রোববার নকআউট পর্বে সেনেগালের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে পারিবারিক কারণে দলের বাইরে ছিলেন।ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শনিবার রাতে স্টার্লিংয়ের লন্ডনের বাসায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, ‘এই মুহূর্তে অবশ্যই পরিবারের সঙ্গে তার থাকাটা জরুরি। তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। যতদিন সে থাকতে চায় তাকে ছুটি দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে তার ওপর আমি কোনো ধরনের চাপ দিতে চাই না। কখনও কখনও পরিবার যখন সামনে চলে আসে, তখন ফুটবলের গুরুত্ব কমে যায়।’সাউথগেটের ছয় বছরের দায়িত্বে স্টার্লিং জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন। ২৭ বছর বয়সী স্টার্লিং এ পর্যন্ত ৮১টি আন্তর্জাতিক ম্যাচে ২০ গোল দিয়েছেন। ইরানের বিপক্ষে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে ৬-২ গোলের জয়ে স্টার্লিং এক গোল করেছেন।

এ বিভাগের আরো খবর