শেষ উইকেটে মেহেদী মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ১৮৭ রান তাড়া করতে নেমে ব্যাটিংধসের শিকার হয় বাংলাদেশ। এরপর ৮ নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ দলকে ১ উইকেটের জয় পাইয়ে দেন।
দশম উইকেটে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়েন মিরাজ। ৩৯ ওভারের তৃতীয় বলে হাসান মাহমুদের বিদায়ে ১৩৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর শুরু হয় মিরাজ ও মুস্তাফিজের লড়াই। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মিরাজ। তার ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৪টি চার।
১১ বলে দুই চারে ১০ রান করেন মুস্তাফিজ। এটি ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ১০ম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
মিরপুরের শেরেবাংলায় ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দল। ইনিংসের প্রথম বলে রানের খাতা খোলার আগে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তাকে ফিরিয়ে ভারতকে দারুণ শুরু এনে দেন দিপক চাহার।
পাওয়ার প্লের ভেতর মোহাম্মদ সিরাজের বলে নবম ওভারে আউট হন ১৪ রান করা এনামুল হক। দুই উইকেট হারিয়ে শুরুতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।
দলকে সামাল দেয়ার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও লিটন দাস। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন দুইজন। ২০তম ওভারে ৪১ রান করে ওয়াশিংটন সুন্দারের বলে লিটন আউট হলে ভাঙে জুটি।
সাকিবও ফেরেন চার ওভার পর। ওয়াশিংটনের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৯।
এরপর আবারও জুটি গড়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। বেশি দূর যেতে পারেননি তারাও। মুশফিক করেন ১৮ আর মাহমুদুল্লাহ ফেরেন ১৪ রান করে।
এরপর একে একে উইকেট তুলে নিতে থাকেন সিরাজ ও কুলদিপ সেন। অষ্টম উইকেট হারানোর পর শুরু হয় মিরাজ ও মুস্তাফিজের ম্যাচজয়ী সংগ্রাম।
Fitting that Mehidy Hasan Miraz hits the winning runs #BANvIND Unbelievable 🤯
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 4, 2022এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। সাকিব আল হাসান ও এবাদত হোসেনের চমৎকার বোলিংয়ে ভারতকে ১৮৬ রানে গুটিয়ে দেয় স্বাগতিক দল।
সাকিব ৩৬ রানে ৫টি আর এবাদত ৪৭ রানে ৪ উইকেট নেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। ২৭ রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে।
সিরিজের পরের ম্যাচ একই ভেন্যুতে বুধবার।