বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জার্মানি-কোস্টারিকা ম্যাচ পরিচালনা করলেন তিন নারী

  •    
  • ২ ডিসেম্বর, ২০২২ ১৩:৫০

ফুটবল বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে এর আগে কোনো ম্যাচে মূল রেফারির দায়িত্বে ছিলেন না কোনো নারী। তা ছাড়া কাতারে কোনো আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে তিন নারী রেফারির অংশগ্রহণও দেখল ফুটবল বিশ্ব।

বিশ্বকাপ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সাক্ষী হলো ফুটবল দুনিয়া। একটি পুরো ম্যাচ পরিচালনা করেছে নারী রেফারি দল।

কাতারের আল বাইত স্টেডিয়ামে বৃহস্পতিবার জার্মানি ও কোস্টারিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার জন্য বাঁশি হাতে নেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথম নারী রেফারি হিসেবে অভিষেক হয়েছে তার।

ফ্রাপার্টের বাকি দুই নারী সহকারী রেফারি হলেন ব্রাজিলের নেউজা বাক ও মেক্সিকোর ক্যারেন দিয়াজ মেদিনা।

এর আগে ফ্রাপার্ট গত মঙ্গলবার মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচে চতুর্থ অফিশিয়ালের দায়িত্ব পালন করেছিলেন।

ফুটবল বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে এর আগে কোনো ম্যাচে মূল রেফারির দায়িত্বে ছিলেন না কোনো নারী। তা ছাড়া কাতারে কোনো আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে তিন নারী রেফারির অংশগ্রহণও দেখল ফুটবল বিশ্ব।

ফ্রাপার্ট তার ক্যারিয়ারে অসংখ্য মাইলফলক স্থাপন করেছেন। প্রথম নারী রেফারি হিসেবে তিনি ২০১৯ সালের আগস্টে ইউয়েফা সুপার কাপ, ২০২০ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ ও ২০২২ সালের মে মাসে ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন।

এবারের বিশ্বকাপের তালিকাভুক্ত বাকি দুই নারী রেফারি হলেন রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা।

এ বিভাগের আরো খবর