বুধবার বিসিবি সবুজ দলের বিপক্ষে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে ডান কুঁচকিতে চোট পেয়েছেন ওয়ানডে দলপতি তামিম ইকবাল। আর সেই চোট তাকে ছিটকে দিয়েছে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একইসঙ্গে তার সম্ভাবনা রয়েছে টেস্ট সিরিজে না থাকা নিয়েও। তামিম ছিটকে গেলেও ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতেই ফিরবেন তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচে খেলবেন শরিফুল ইসলাম।
বিবৃতিতে দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান বলেন, ‘এমআরআইয়ের রিপোর্টে দেখা গেছে তামিমের ডান কুঁচকিতে গ্রেড ১ এর ইনজুরি হয়েছে। তাকে আমারা তত্ত্বাবধানে রাখছি দুই সপ্তাহের জন্য। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘তাকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না। টেস্ট সিরিজেও পাওয়া যাবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে।’
তামিমের পরিবর্তে দলে কার ডাক পড়ছে সেটি নিয়ে কিছু জানানো হয় নি বোর্ডের পক্ষ থেকে।
বাংলাদেশের ওয়ানডে দল: লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান ও শরিফুল ইসলাম।