বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় পোল্যান্ড। সে ম্যাচে ২-০ গোলের জয় পেয়ে নকআউট রাউন্ডে উঠে যায় লিওনেল মেসির দল। অন্যদিকে মেসিদের বিপক্ষে হারলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেরা ষোলোতে পৌঁছায় পোল্যান্ড।
এই ম্যাচে প্রথমার্ধে কোনো গোল না হলেও বিরতির পর দুই গোল পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে প্রথমার্ধে গোল পাওয়ার সুযোগ ছিল মেসিদের।
৩৭ মিনিটে মেসিকে নিজেদের বক্সে ফাউল করেন শেজনি। প্রথমে পেনাল্টির নির্দেশ না দিলেও ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ম্যাচ শেষে শেজনি সংবাদমাধ্যমকে জানান, ম্যাচের মধ্যেই মেসিকে তিনি বলেছিলেন রেফারি পেনাল্টি দেবেন না। সে নিয়ে ১০০ ইউরো বাজিও ধরেন তিনি। তবে রেফারি শেজনির ধারণাকে ভুল প্রমাণ করে পেনাল্টির বাঁশি বাজান।
স্পট থেকে নেয়া মেসির কিক ঠেকিয়ে দেন শেজনি। এটি টুর্নামেন্টে তার দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়েছিলেন তিনি।
ম্যাচ শেষ সাংবাদিকদের তিনি বলেন, ‘মেসির সঙ্গে তো বাজিতে হেরে গেছি। জানি না, বিশ্বকাপে এসব বৈধ কি না। তারা হয়তো আমাকে শাস্তিও দিতে পারে। তবে এটা নিয়ে ভাবছি না। আমি মেসিকে টাকাটা দেব না। আমার মনে হয় না সে ১০০ ইউরোর জন্য দুশ্চিন্তা করবে। তার পর্যাপ্ত টাকাপয়সা আছে (মুচকি হাসি)।’
এবারের বিশ্বকাপে শেজনি দুটি পেনাল্টি গোল সেভ করেছেন। বিশ্বকাপের ইতিহাসে এর আগে এমনটা করতে পেরেছেন দুজন।
সৌদি আরবের বিপক্ষে জেতা ম্যাচেও একটি পেনাল্টি সেভ করেছিলেন শেজনি। সালেম আলদাসওয়ারির পেনাল্টি রুখে দিয়েছিলেন পোলিশ গোলকিপার।
তার আগে এমন কীর্তি দেখিয়েছিলেন ২০০২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ব্র্যাড ফ্রিডেল ও ১৯৭৪ বিশ্বকাপ পোল্যান্ডের জন টমাজিউস্কি।