দরজায় কড়া নাড়ছে ভারত সিরিজ। সিরিজের আগমুহূর্তে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। শঙ্কা রয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও।
লম্বা সময় ধরেই পিঠের চোটে ভুগছেন তাসকিন। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) প্রথম রাউন্ডের পর আর মাঠে নামতে পারেননি তিনি। ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনেও তিনি নেই। প্রস্তুতি ম্যাচেও খেলেননি তাসকিন।
বোর্ডের একটি সূত্র নিউজবাংলাকে জানিয়েছে, পিঠের চোটের কারণে গতকাল ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন তাসকিন। ৪ তারিখ প্রথম ওয়ানডের আগে ব্যথামুক্ত হওয়ার সম্ভাবনা নেই।
যে কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তাসকিন। এমনকি গোটা ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।
তাসকিনের ইনজুরির কারণে বাংলাদেশ-এ দলের সঙ্গে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে কক্সবাজার থেকে ঢাকায় এনেছে বিসিবি।
বুধবার বিসিবি সবুজ দলের বিপক্ষে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন ওয়ানডে দলপতি তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে বৃহস্পতিবার তামিমের হাঁটুর স্ক্যান করা হয়। এখনও ফল পাওয়া যায়নি। তামিমের চোটের ধরনে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।