বিশ্বকাপে নিয়মিতই দেখা যায় উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের দেশ মেক্সিকোকে। অভিজ্ঞ দল নিয়ে কাতার বিশ্বকাপে এলেও শেষ পর্যন্ত সৌদি আরবের বিপক্ষে জয় পেলেও গ্রুপ পর্ব থেকেই এবারের বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে জেরার্দো মার্তিনোর দলের।
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে পদত্যগের সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকোর কোচ মার্তিনো। বিশ্বকাপে তিনিই কোচ হিসেবে প্রথম পদত্যাগ করলেন।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্তিনো জানান, মেক্সিকো বাদ পড়ার পর তার চুক্তি শেষ হয়ে গেছে।
তিনি বলেন, ‘আমাদের এই ভয়ানক পারফরম্যান্স ও সমর্থকদের এমন হতাশায় ফেলার জন্য সবার প্রথমে আমি দায়ী। ভারপ্রাপ্ত কোচ হিসেবে এই ব্যর্থতার সম্পূর্ণ দায়বদ্ধতা আমার ওপর বর্তায়। আর ম্যাচ শেষে (সৌদি আরবের বিপক্ষে) রেফারি চূড়ান্ত বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গেছে।’
আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ মার্তিনো ২০১৯ সালে মেক্সিকোর জাতীয় দলের দায়িত্ব নেন। বিশ্বকাপে দলকে নিয়ে এলেও বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ভালো খেলতে পারেনি মার্তিনোর শিষ্যরা।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বসে মেক্সিকো। আর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপের আসর থেকে বিদায় নিতে হয়েছে দলটির।
পোল্যান্ড ও মেক্সিকো সমান তিন ম্যাচ খেলে এক জয়, এক হার ও এক ড্রয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে। গোল ব্যবধানে পোল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় শূন্য, অন্যদিকে মেক্সিকোর-১। ফলে নকআউট পর্বে পৌঁছে যায় লেওয়ানডোভস্কির পোল্যান্ড।