বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথমার্ধে শেজনি দেয়াল ভাঙতে পারল না আর্জেন্টিনা

  •    
  • ১ ডিসেম্বর, ২০২২ ০১:৫৬

স্পট ঠেকে নেয়া মেসির কিক ঠেকিয়ে দেন শেজনি। এটি টুর্নামেন্টে তার দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়েছিলেন তিনি।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে পোল্যান্ড ও আর্জেন্টিনা। জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনাকে প্রথমার্ধে একা হাতেই রুখে দিয়েছেন পোলিশ গোলকিপার ভইচেক শেজনি। একের পর এক আক্রমণ রুখে দেয়ার পাশাপাশি ঠেকিয়েছেন লিওনেল মেসির পেনাল্টিও।

টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে শুরুটা দারুণ করে আর্জেন্টিনা। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকে চাপ বজায় রাখে পোল্যান্ডের ওপর। মেসি, মারকোস আকুনিয়া শুরুতে সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি।

এরপর মাঠে শুরু হয় শেজনি শো। ইউভেন্তাসে খেলা ৩২ বছর বয়সী এ গোলকিপার একে কে ফেরান হুলিয়ান আলভারেস ও আনহেল দি মারিয়ার শট।

প্রথমার্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত হয় ৩৭ মিনিটে। মেসিকে নিজেদের বক্সে ফাউল করেন শেজনি। প্রথমে পেনাল্টির নির্দেশ না দিলেও ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট ঠেকে নেয়া মেসির কিক ঠেকিয়ে দেন শেজনি। এটি টুর্নামেন্টে তার দ্বিতীয় পেনাল্টি সেভ। এর আগে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়েছিলেন তিনি।

আর বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় পেনাল্টি ব্যর্থতা। ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে স্পট থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার অধিনায়ক।

এরপরের সময়ে আর গোল হয়নি। ৬৬ শতাংশ পজেশন রাখলেও আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইন শেজনির রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। গোলশূন্য অবস্থাতে শেষ হয় প্রথম ৪৫ মিনিটে।

একই সময়ে শুরু হওয়া সি গ্রুপের সৌদি আরব ও মেক্সিকোর ম্যাচেও গোল হয়নি।

এ বিভাগের আরো খবর