হারলেই বাদ। ড্র করলেও সম্ভাবনা টিকে থাকবে খানিকটা। সে ক্ষেত্রে প্রার্থনা করতে হবে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকোর জয়ের। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর মাত্র কয়েক ঘণ্টা পর মাঠে নামছে আর্জেন্টিনা।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পোলিশরা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এই ম্যাচে জ্বলে উঠলে জয়ের আশা কিছুটা হলেও স্তিমিত হয়ে যাবে পোল্যান্ডের সেটি বলার অপেক্ষা রাখে না।
কিছুদিন আগেই পোলিশ ডিফেন্ডার মেসিকে হুঁশিয়ারি জানিয়েছিলেন যে আর্জেন্টাইন তারকার পায়ে বল রাখতে দিবেন না পোল্যান্ডের ডিফেন্ডাররা। সেই মোতাবেক নিজেদের প্রস্তুতও তারা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একই সুরে গান গাইলেন পোল্যান্ড কোচ কেস্লভ মিচিনেভিচ। মেসিকে আটকানোর ছক কষেই মাঠে নামবেন তিনি।
মিচিনেভিচ বলেন, ‘মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে। ও যদি ফাঁকায় বল পেয়ে যায় তাহলে সহজে গোল করে ফেলবে। একজন খেলোয়াড় মেসিকে আটকাতে পারবে না। কয়েকজন খেলোয়াড়কে তার চারপাশে রাখতে হবে।’
‘পুরো বিশ্ব এখনও খুঁজছে মেসিকে আটকানোর পথ। যে পরিকল্পনাই করা হোক না কেন। সে গোলের পর গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছে। মেসিকে কীভাবে আটকানো যাবে এই প্রশ্নের উত্তর কারও জানা আছে বলে আমার মনে হয় না।’