বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোল্যান্ড ম্যাচে রেকর্ড মেসিদের পক্ষে

  •    
  • ৩০ নভেম্বর, ২০২২ ১৫:২১

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ ম্যাচে। আর সেই ১১ দেখায় ৬ ম্যাচে জয় বাগিয়ে নিয়েছে আর্জেন্টিনা। অপরদিকে পোলিশদের অর্জন ৩ জয়। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

গ্রুপ পর্বে নিজেদের বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিতে আপাতভাবে এই ম্যাচে জয় ছাড়া রাস্তা খোলা নেই আলবেসেলেস্তেদের সামনে। অপরদিকে আকাশী-নীলদের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি পোল্যান্ড। বিশ্বকাপের শুরুটা মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষেও নিজেদের গোলবার অক্ষত রাখার লক্ষ্যেই নামতে যাচ্ছে পোলিশরা।

লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে বিশ্বমঞ্চে সবশেষ তিন ম্যাচে কোনো গোল করা ছাড়াই হেরেছে পোল্যান্ড। এই অঞ্চলের দেশগুলোর বিপক্ষে সাত দেখায় হেরেছে তারা তিনটিতে। সে দিক বিবেচনা করলে আশায় বুক বাঁধতেই পারেন আর্জেন্টাইন ফুটবলভক্তরা।

হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনারও। বিশ্বকাপের সবশেষ আসরে ইউরোপের দুই দলের মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির দল- ক্রোয়েশিয়া ও ফ্রান্স। দুই দলের বিপক্ষেই তাদের হারতে হয়েছিল বড় ব্যবধানে।

হেড-টু-হেড পরিসংখ্যান এগিয়ে রাখছে মেসিদের। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ ম্যাচে। আর সেই ১১ দেখায় ৬ ম্যাচে জয় বাগিয়ে নিয়েছে আর্জেন্টিনা। অপরদিকে পোলিশদের অর্জন ৩ জয়। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

১৯৬৬ সালে প্রথম দেখা হয় দুই দলের। আর নিজেদের সবশেষ দেখা হয় ২০১১ সালে। আন্তর্জাতিক সেই প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা আজও তাড়া করে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। দাঁড়িয়ে রয়েছে তারা তৃতীয়বারের সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দেখায় একটি করে জয় দুই দলের। ১৯৭৪ আসরে বিশ্বকাপে দুই দলের প্রথম দেখায় ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। বিশ্বকাপের পরের আসরেই প্রতিশোধ নেয় আর্জেন্টিনা। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল লাতিন আমেরিকার জায়ান্টরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে পোল্যান্ডের। ড্র হলে সম্ভাবনা রয়েছে মেসিদেরও। সেক্ষেত্রে লিওনেল স্কালোনি শিষ্যদের তাকিয়ে থাকতে হবে ম্যাক্সিকো-সৌদি আরব ম্যাচের দিকে।

সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতে গেলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার-আপ হয়ে নকআউটের টিকিট কাটবে আর্জেন্টিনা।

আর আর্জেন্টিনার ড্রয়ের পর সৌদি আরব জিতে গেলে তল্পিতল্পা নিয়ে বাড়ির পথ ধরতে হবে মেসিদের।

এ বিভাগের আরো খবর