বাংলাদেশ ফুটবল দলও আগামীতে বিশ্বকাপ খেলতে যাবে বলে আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
নীলফামারীর ডিমলায় মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মান কাজ উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। বিশ্বকাপ এলেই বিভিন্ন দেশের সমর্থক বনে যায়। আমাদের দেশের ক্রিকেট খেলোয়াররা ভালো করলেও মানুষ বেশি ভালোবাসে ফুটবল খেলা।’
তিনি বলেন, ‘এরই মধ্যে দেশের অধিকাংশ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। বাকিগুলোতে প্রক্রিয়াধীন। প্রাইমারি ও উচ্চ বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা চলছে ফুটবলের উন্নয়নে। আশাকরি, আমাদের দেশও বিশ্বকাপ ফুটবলে প্রতিনিধিত্ব করবে।’
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল হক মিন্টু সেখানে উপস্থিত ছিলেন।
ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি হ্যালিপ্যাড মাঠে ৫ কোটি ৮৮ লাখ টাকায় নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।