সার্বিয়ার বিপক্ষে জয় নিয়ে কাতার বিশ্ব কাপ মিশন শুরু করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নক আউট পর্ব নিশ্চিতের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দলটি।
কাতারের নাইন সেভেন্টিফোর স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি। সে ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লিওনার্দো তিতের দল।
সুইসদের সঙ্গে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত ব্রাজিলের। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে সুইজারল্যান্ড জয় বলেও নকআউট পর্বে উঠে যাবে তারা।
আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন দলের সুপারস্টার নেইমার জুনিয়র। দলের আরেক তারকা মিডফিল্ডার দানিলোও পড়েছেন চোটে। এই দুইজনের জায়গায় দলের ডাক পেয়েছেন ফ্রেন্ড ও এডার মিলিতাও।
রিয়াল তারকা রদ্রিগোর একাদশে নামার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বেঞ্চে বসেই ম্যাচ শুরু করতে হবে তাকে।
ব্রাজিলের একাদশ: আলিসন বেকার, এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মারকিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, রাফিনিয়া, লুকাস পাকেতা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।