মেক্সিকোর সঙ্গে ২-০ গোলের জয়ে বিশ্বকাপে দারুণভাবে ফিরে এসেছে আর্জেন্টিনা। স্বস্তির এই জয়ের পর পুরো স্কোয়াড নেচেগেয়ে উদযাপন করেছে ড্রেসিংরুমে। মেসিদের উল্লাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিও দেখে খেপেছেন মেক্সিকোর বক্সার সাউল আলভারেস। তার দাবি উল্লাস করার সময় মেসি মেক্সিকোর জার্সিতে লাথি মেরেছেন। লিওনেল মেসির উদ্দেশে করা এক টুইটে আলভারেস লিখেছেন, ‘ঈশ্বর না করুন! তিনি যেন আমার মুষ্ঠির বাইরে থাকেন।’
পরের আরেকটি টুইটে আলভারেস দাবি করেন, মেসি শুধু জার্সিতে লাথি দেননি সেটা দিয়ে ফ্লোরও পরিষ্কার করেছেন।
তবে, তার এমন দাবির বিপক্ষে মত দিয়েছেন অনেকে। ভিডিওতে দেখা যাচ্ছে মেসি বুট খোলার সময় অনিচ্ছাকৃতভাবে তার পা মেক্সিকোর জার্সিতে লেগেছে।El boxeador mexicano Saúl ‘Canelo’ Álvarez tuvo fuertes palabras para Lionel Messi, tras ver la celebración del delantero argentino y no gustarle una acción con la camisa de la Selección Mexicana. Acá los detalles: https://t.co/Yr4KxD8AG7
— TN5 (@TN5Telenoticias) November 28, 2022আলভারেসের দাবি মেসি ইচ্ছা করে এমনটা করেছেন। তিনি আরেকটি টুইটে লেখেন, ‘আমি যেভাবে আর্জেন্টিনাকে সম্মান করি। তারও উচিত মেক্সিকোকে সম্মান করা। আমি পুরো দেশের কথা বলছি না, শুধু মেসি যে জঘন্য কাজ করেছে তার কথা বলছি।’
আলভারেসের দেশ মেক্সিকো বিশ্বকাপে টিকে থাকতে বুধবার রাতে সৌদি আরবের বিপক্ষে লড়বে। একই সময় মেসির আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে।