সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল। দারুণ জয়ের পরেও স্বস্তিতে নেই দলটি। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন দলের সুপারস্টার নেইমার জুনিয়র। দলের আরেক তারকা মিডফিল্ডার দানিলোও পড়েছেন চোটে।
বাধ্য হয়েই বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনার্দো তিতে। নেইমারের জায়গায় ডাক পেতে পারেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি। যদিও গোল করা বা অ্যাসিস্টে কোনো অবদান রাখতে পারেননি ২১ বছর বয়সী এ ফরোয়ার্ড।
রদ্রিগোকে না খেলিয়ে আগের ম্যাচে আক্রমণভাগের ডানপ্রান্তে খেলা রাফিনিয়াকে দেখা যেতে পারে নেইমারের জায়গায়। আর ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টোনি খেলাতে পারেন রাফিনিয়ার জায়গায়।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, একাদশে থাকতে পারেন এডার মিলিতাও। এছাড়া অভিজ্ঞ দানি আলভেসকেও মাঠে দেখা যেতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন বেকার, এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মারকিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনিয়া, রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।