বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পেনের সঙ্গে রুদ্ধশ্বাস ড্রয়ে টিকে রইল জার্মানি

  •    
  • ২৮ নভেম্বর, ২০২২ ০৩:০০

ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আলভারো মোরাতার ৬২ মিনিটের গোলে স্পেন এগিয়ে যাবার ২১ মিনিট পর নিক্লাস ফুলক্রুগের গোলে সমতা ফেরায় জার্মানরা।

হারলে বিদায় নিতে হতে পারে টুর্নামেন্ট থেকে এমন সমীকরণ মাথায় নিয়ে স্পেনের বিপক্ষে এফ-গ্রুপের ম্যাচে খেলতে নেমেছিল জার্মানি। স্পেনকে হারাতে না পারলেও জমজমাট এক ম্যাচে ড্র করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিজেদের প্রথম ম্যাচে গোলবন্যায় কোস্টারিকাকে ভাসিয়ে দেয়া স্পেনকে পরের ম্যাচে রুখে দিয়েছে জার্মানি। ১-১ গোলের ড্রয়ে টুর্নামেন্টে টিকে রইল হানসি ফ্লিকের দল।

ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আলভারো মোরাতার ৬২ মিনিটের গোলে স্পেন এগিয়ে যাবার ২১ মিনিট পর নিক্লাস ফুলক্রুগের গোলে সমতা ফেরায় জার্মানরা।

গ্রুপের আগের ম্যাচে জাপান হেরে যাওয়ায় কিছুটা স্বস্তি নিয়েই মাঠে নামে জার্মানি। নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখার চেষ্টা করে প্রথমার্ধে। অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড-সমৃদ্ধ স্পেন বরাবরের মতো পাসিং ও পজেশন ফুটবল খেলতে থাকে।

দুই দলের মধ্যে বলের দখলে স্পেন অনেকখানি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণ থেকে জার্মান গোলকিপার মানুয়েল নয়্যারকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি।

জার্মানি কাউন্টার-নির্ভর খেলে সাফল্যের কাছাকাছি গিয়েছিল বিরতির ঠিক আগে। স্প্যানিশ বক্সের বাইরে ইয়োশুয়া কিমিখের নেয়া ফ্রিকে হেড করে বল জালে ঠিকই জড়িয়েছিলেন জার্মান ডিফেন্ডার টনি রুডিগার।

বাদ সাধে প্রযুক্তি। ভিডিও অ্যাসিস্ট্যান্টের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠা জার্মানির হয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন কিমিখ। স্প্যানিশ গোলকিপার উনাই সিমোনকে কাছ থেকে পরাস্ত করতে পারেননি এ উইঙ্গার।

এর কিছুক্ষণ পরই ম্যাচে প্রথম গোলের দেখা পায় স্পেন। ডান প্রান্ত দিয়ে জর্দি আলবার ক্রস বক্সে খুঁজে নেয় বদলি হিসেবে নামা মোরাতাকে। নয়্যারকে পরাস্ত করতে কোনো ভুল করেননি তিনি।

ম্যাচের ঘড়িতে ৩০ মিনিটের কিছুটা বেশি ছিল জার্মানির বিশ্বকাপ আশা টিকিয়ে রাখতে। শেষ চেষ্টাটা জার্মানরা করে দুর্দান্ত। স্পেনের পাসিং ফুটবলকে নস্যাৎ করে দেয়ার জন্য প্রেসিং ফুটবল খেলায় হানসি ফ্লিক।

ফলটাও হাতেনাতে পায় জার্মানি। স্প্যানিশদের কাছ থেকে বল কেড়ে নিয়ে তারা আক্রমণ চালায় গোলমুখে।

এমনই এক আক্রমণ থেকে জার্মানিকে স্বস্তি দেন ফুলক্রুগ। জামাল মুসিয়ালার কাছ থেকে বক্সে বল পেয়ে জোরালো শটে পরাস্ত করেন সিমোনকে।

শেষ মুহূর্তে মুসিয়ালা সিমোনকে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে পেয়েও গোল করতে পারেননি। তার শট ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলকিপার।

১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এ ড্রয়ে এফ-গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্পেন। নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ড্র করলে সেরা দল হিসেবে নক আউটে পৌঁছে যাবে তারা।

অন্যদিকে ১ পয়েন্ট পাওয়া জার্মানি শেষ ম্যাচে কোস্টারিকাকে হারাতেই হবে ও অপেক্ষায় থাকতে হবে অন্য ম্যাচের ফলের।

এ বিভাগের আরো খবর