বিশ্বকাপের প্রথম ম্যাচে চোটে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সার্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর শঙ্কা জাগে গ্রুপ পর্বের বাকি খেলা নিয়ে। সে শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়েছে নেইমারের।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়েন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার। ওই ম্যাচে এক নেইমারকেই ৯ বার ফাউল করেন প্রতিপক্ষের খেলোয়াড়রা। যা এই বিশ্বকাপে কোনো একক খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ।
এতে করে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে পরের দুই ম্যাচে নেইমারকে পাবেন না কোচ লিওনার্দো তিতে।
এই পরিস্থিতিতে নেইমার তার পায়ের নতুন ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ৩০ বছর বয়সী নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি পোস্ট করেছেন তাতে সমর্থকদের মনে শঙ্কা আরও বাড়বে।
ছবিতে দেখা যাচ্ছে তার গোড়ালি এখনও বেশ ফুলে আছে। এমন অবস্থায় বুটে যে তার পা ঢুকবে না, এটা নিশ্চিত করেই বলা যায়।
বৃহস্পতিবার সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের বাজে একটি ট্যাকেলে নেইমার ডান গোড়ালির ইনজুরিতে পড়ে ৮০ মিনিটে মাঠ ত্যাগ করেন। মাঠ থেকে বেরিয়ে ডাগআউটে নেইমারকে বেশ আবেগপ্রবণ মনে হয়েছিল।
ইনজুরির প্রায় ২৪ ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নেইমার লিখেন, ‘এই জার্সিটি পরে আমি যে গর্ব ও ভালোবাসা অনুভব করি তা বর্ণনাতীত। যদি সৃষ্টিকর্তা আমাকে কোনো একটি নির্দিষ্ট দেশ বেছে নিতে বলেন যেখানে আমি জন্মাতে চাই তবে আমি আবারও ব্রাজিলকেই বেছে নেব।’
চোটের কাছে হার মানতে নারাজ নেইমার। তিনি বলেছেন ‘এটা যন্ত্রণা দেবে, তবে আমি ফিরে আসতে পারব। কারণ, আমি নিজ দেশ, সতীর্থ এবং নিজেকে সাহায্য করতে সম্ভাব্য সবকিছু করব।’