বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্জেন্টিনার দলে ৫ পরিবর্তন

  •    
  • ২৬ নভেম্বর, ২০২২ ২৩:০৩

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের জন্য খাদের কিনারায় দাঁড়ানো আর্জেন্টিনার একাদশে এসেছে ৫ পরিবর্তন। মেক্সিকোর বিপক্ষে চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা।

বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার দলে বড় পরিবর্তন আসছে, সেটা আগে থেকেই আলোচনায়। তবে সে সময় জানা ছিল না কারা থাকছেন চূড়ান্ত একাদশে।

ম্যাচের দুই ঘণ্টা আগে জানা গেল সেটিও। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের জন্য খাদের কিনারায় দাঁড়ানো আর্জেন্টিনার চূড়ান্ত একাদশে এসেছে ৫ পরিবর্তন।

সৌদির বিপক্ষে একাদশে থাকা পাপু গোমেস, নায়ুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস বাদ পড়েছেন একাদশ থেকে।

এই পাঁচ ফুটবলারের পরিবর্তে দলে জায়গা হয়েছে গনসালো মনতিয়েল, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, গিদো রদ্রিগেস ও আলেক্সিস ম্যাকআলিস্টারের।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় হবে ম্যাচটি।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দে পল, গিদো রদ্রিগেস, আলেক্সিস ম্যাকআলিস্টারের, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও আনহেল দি মারিয়া।

এ বিভাগের আরো খবর