বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্নায়ুচাপ ধরে রেখে ঘানাকে হারাল পর্তুগাল

  •    
  • ২৫ নভেম্বর, ২০২২ ০০:১৮

ঘানাকে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের সবগুলো গোল এসেছে দ্বিতীয়ার্ধে। রোনালডো পেনাল্টি থেকে গোল করেছেন।

আর্জেন্টিনা ও জার্মানির মতো ফেভারিটদের হোঁচট খাওয়ার পর স্পেনের জয়ে বিশ্বকাপের অঘটনের ছায়া কাটতে শুরু করে বুধবার। পর্তুগালের জয়ের সেই মেঘ যেন কেটে গেল পুরোপুরি।

বিশ্বকাপের গ্রুপ এইচের ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের সবগুলো গোল এসেছে দ্বিতীয়ার্ধে। রোনালডো পেনাল্টি থেকে গোল করেছেন।

কাতারের স্টেডিয়ামে নাইন সেভেন ফোরে প্রথমার্ধে দুই দলই ছিল সতর্ক। নিজেদের প্রথম ম্যাচে ভুল করতে চায়নি কেউই। যে কারণে পর্তুগাল অধিকাংশ বলের দখল পেলেও ঢিমেতালে ছিল প্রথম ৪৫ মিনিটের খেলা।

বিরতির পর বদলে যায় পরিস্থিতি। সফট পেনাল্টি পালটে দেয় ম্যাচের গতি। ৬২ মিনিটে ঘানার ডিফেন্ডার মোহামেদ সালিসু নিজেদের বক্সে ফাউল করেন ক্রিস্টিয়ানো রোনালডোকে। খালি চোখে বা রিপ্লেতে মনে হচ্ছিল রোনালডো ডাইভ দিয়েছেন। এবং রেফারি ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যও নেননি।

স্পট থেকে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগালের সুপারস্টার রোনালডো। এতে করে বিশ্বকাপে গোল করা দ্বিতীয় বয়স্ক খেলোয়ারে পরিণত হন ৩৭ বছর বয়সী এ তারকা।

১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর বয়সে গোল করে রেকর্ড ধরে রেখেছেন ক্যামেরুনের রজার মিলা।একই সঙ্গে ৫ বিশ্বকাপে গোল করা প্রথম পুরষ ফুটবলারে পরিণত হন রোনালডো।

পিছিয়ে পড়ে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসার লড়াই করে ঘানা। ফলটাও তারা পেয়ে যায় প্রায় সঙ্গে সঙ্গে। পর্তুগালের ডিফেন্সকে ফাঁকি দিয়ে বক্সে চমৎকার ক্রস করেন মোহামেদ কুদুস।তার ক্রস রিসিভ করে ডান পায়ের শটে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ঘানার অন্যতম অভিজ্ঞ তারকা আন্ড্রে আইয়ু।

ম্যাচে সমতা ফেরার পর ঘানাকে চেপে ধরে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে পর্তুগালের লিড ফিরিয়ে দেন জোয়াও ফেলিশ।

২ মিনিট পর আবারও ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বল পেয়ে বাঁকানো শটে ঘানার গোলকিপারকে পরাস্ত করেন রাফায়েল লিয়াও। ম্যাচের ঘড়িতে তখন ৮০ মিনিট।

ঘানা চেষ্টা চালাতে থাকে শেষ সময়ে। তবে সফল হয়নি। ৮৮ মিনিটে ৩-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস মাঠ থেকে তুলে নেন দলের সেরা তিন তারকা রোনালডো, ফেলিশ ও ফার্নান্দেসকে। তার ধারণা ছিল ম্যাচভাগ্য হয়তো চূড়ান্ত হয়ে গেছে।

তার ধারণাকে ভুল প্রমাণ করে ঘানাকে শেষ মুহূর্তে ম্যাচে ফেরান ওসমান বুকারি। ৮৯ মিনিটে তার গোলেই স্কোরলাইন ৩-২ এ পরিণত হয়।

নির্ধারিত ৯০ মিনিট শেষে বাড়তি ৯ মিনিট অতিরিক্ত সময় পায় ঘানা পর্তুগালের ১ পয়েন্ট কেড়ে নেবার।

তবে সেটা হয়ে ওঠেনি। স্নায়ুচাপ সামলে ও ঘানার আক্রমণ প্রতিহত করে ম্যাচ জিতে নেয় পর্তুগাল।

সোমবার একই গ্রুপের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল আর ঘানা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

এ বিভাগের আরো খবর