দ্বিপক্ষীয় তিক্ততার মধ্যে কাতারে বিশ্বকাপ দলে থাকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালডোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।
সাম্প্রতিক সাক্ষাৎকারে রোনালডোর বিশ্বাসঘাতকতার অভিযোগের রেশ না কাটতেই স্থানীয় সময় মঙ্গলবার ক্লাবটি এ সিদ্ধান্তের কথা জানায়।
ম্যানইউর বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
চলতি মাসে টকটিভিকে দেয়া বিস্ফোরক সাক্ষাৎকারে রোনালডো ক্লাবের সঙ্গে তার বনিবনা না হওয়ার বিষয়টি সামনে এনেছিলেন।
ওই সাক্ষাৎকারে রোনালডো বলেছিলেন, ক্লাব ম্যানেজার এরিক টেন হাগের প্রতি সম্মান নেই তার।
ম্যানেজারের বিরুদ্ধে ক্লাবে যথেষ্ট গুরুত্ব না দেয়ার অভিযোগ করেছিলেন রোনালডো।
ম্যানইউর হয়ে ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে আটটি গুরুত্বপূর্ণ শিরোপা জয়ে মূল ভূমিকা রাখেন রোনালডো। তিনি ২০২১ সালের আগস্টে ফের ক্লাবটিতে যুক্ত হয়েছিলেন।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ক্লাব নিয়ে রোনালডোর অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানইউ বলেছিল, ফরোয়ার্ডের মন্তব্যের সত্যতা পুরোপুরি যাচাই করে এ বিষয়ে অবস্থান জানানো হবে।
গত শুক্রবার ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, রোনালডোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘যথাযথ পদক্ষেপ’ নেয়া হয়েছে।
সবশেষ মঙ্গলবার দেয়া ম্যানইউর বিবৃতিতে বলা হয়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালডো, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ওল্ড ট্রাফোর্ডে দুই মেয়াদে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করে বিশাল অবদান রাখায় ক্লাব তার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি ও তার পরিবারের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে ক্লাব।’