বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। এবারের বিশ্বকাপের ৩২ দলের ফুটবলাররা যে বল পায়ে মাঠ মাতাবেন সেটা প্রথম উন্মোচন করা হয় গত মার্চে।
এবারের বিশ্বকাপের বলের নাম রাখা হয়েছে ‘আল রিহলা। যার বাংলা অর্থ ‘যাত্রা’। এবারও বিশ্বকাপের বল তৈরি করেছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক জার্মান প্রতিষ্ঠান আডিডাস।
আডিডাসের ডিজাইন বিভাগের প্রধান ফ্রান্সিসকা লোফেলমান জানিয়েছেন এবারের বলটিই বিশ্বকাপের ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হবে।
পানিভিত্তিক আঁঠা ও কালিরমতো পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এবারের বল। বিশ্বকাপ ও আডিডাসের লোগো ছাড়াও বলে থাকছে নীল, হলুদ, কমলা ও লাল রঙ্গের ডিজাইন।
এছাড়াও বলের ভেতরে এই প্রথম ব্যবহার করা হচ্ছে সেন্সর। যা কিনা ভিডিও অ্যাসিস্ট্যান্টদের অফসাইড ও মাঠের বাইরে বল চলে যাওয়া নিয়ে আরও নিখুঁত সিদ্ধান্ত দিতে সাহায্য করবে।
বল উন্মোচন করার পর আডিডাস তাদের সবচেয়ে বড় আইকন লিওনেল মেসিকে দিয়ে এর ফটোশ্যুট করিয়েছে। এছাড়া আল রিহলা হাতে ফটোশ্যুটে অংশ নিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান ফরোয়ার্ড হিউং-মিন সন।