ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে অ্যালকোহলযুক্ত পানীয় নিষিদ্ধ থাকলেও বিশ্বকাপ চলাকালে শর্তসাপেক্ষে শুধু বিয়ার পানের অনুমতি দেয়া হয়েছিল দর্শকদের, কিন্তু বিশ্বকাপের দুই দিন আগে শুক্রবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
ক্রীড়াবিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপে আট ভেন্যুতেই বিয়ার বিক্রি নিষিদ্ধ করেছে কাতার, তবে বিশ্বকাপ চলাকালে দেশটির স্টেডিয়ামে বসে পান করা যাবে অ্যালকোহলমুক্ত বিয়ার।
কাতারের সঙ্গে আলোচনার পর শুক্রবার ফিফা এক বিবৃতিতে স্টেডিয়ামের সামনে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করেছে। এর অংশ হিসেবে স্টেডিয়ামের চার দিক থেকে অ্যালকোহল বিক্রির পয়েন্টগুলো সরিয়ে নেয়া হবে।
এর আগে বিয়ার বিক্রির জন্য নির্দিষ্ট কোম্পানি বাডওয়াইজারকে চূড়ান্ত করেছিল ফিফা ও কাতার সরকার। আয়োজক কমিটির নির্দেশ কড়াভাবে মেনে কিছু নির্দিষ্ট পয়েন্টে অ্যালকোহল অনুমোদন দেয়া হয়েছিল প্রতিষ্ঠানটিকে।
কাতারের ডেলিভারি ও লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটি জানিয়েছে, স্টেডিয়াম ও আতিথেয়তার অন্যান্য ভেন্যুগুলোর বাইরে নির্ধারিত ‘ফ্যান জোনে’ অ্যালকোহল পাওয়া যাবে। এ ছাড়া অন্য কোথাও মিলবে না।
এর আগে ১৯৮৬ সালের আসরেও ভেন্যুতে অ্যালকোহল নিষিদ্ধ ছিল। ২০১৪ সালের বিশ্বকাপেও নিষেধাজ্ঞা ছিল অ্যালকোহলের ওপর।