কাতার বিশ্বকাপ শুরুর বাকি মাত্র একদিন। এর মধ্যে দলগুলো পৌঁছাতে শুরু করেছে আয়োজক দেশ কাতারে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে তাদের মাটিতে গোলবন্যায় ভাসিয়ে বৃহস্পতিবার কাতার পৌঁছায় মেসি বাহিনী।
ফুটবলের সবচেয়ে বড় এই আসরে অংশগ্রহণ করবে ৩২টি দেশ। ফলে ফুটবল দুনিয়ার তারকাদের দিয়ে ঠাসা থাকবে কাতার। যেখানে দলগুলোর পাঁচ তারকা হোটেলে থাকাটা স্বাভাবিক, সেখানে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা থাকবেন কাতার বিশ্ববিদ্যালয়ে।
আর্জেন্টিনার খেলোয়াড়রা থাকার জন্য স্টুডেন্ট হল বেছে নিয়েছেন। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক রয় নেইমার টুইটে মেসিদের থাকার জায়গার ছবি প্রকাশ করেছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আর্জেন্টিনার দলের এক সদস্য ডেইলি মেইলকে বলেন, ‘আমরা ক্যাম্পাসটি বেশ কয়েকবার পরিদর্শন করেছি। এখানে হয়ত অনেক বেশি সুযোগ-সুবিধা নেই, তবে এখানে খোলা আকাশ রয়েছে যা আমাদের ঘরের স্বাদ দেবে বলে আশা করি।
কাতার বিশ্ববিদ্যালয়য়ে গরুর মাংসের বার্বিকিউ করছেন লিওনেল মেসি
‘কাতারে থাকাকালীন আমরা তাদের ঘরে বসে নিজেদের ঘরের স্বাদ অনুভব করতে চাই। যা আমরা এখানে খুব সহজেই করতে পারব।’