হাঁটুর চোটে বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ছিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। শঙ্কা ছিল বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েও। সে শঙ্কাই সত্য হলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মানে। আসন্ন আসরে এক ম্যাচেও তিনি খেলতে পারবেন না।
চোট সারতে মানেকে যেতে হবে অস্ত্রোপচারের মধ্য দিয়ে। আর সঙ্গত কারণেই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন বায়ার্ন মিউনিখের এ ফরোয়ার্ড।
বৃহস্পতিবার মানের হাঁটুতে এমআরআই করানো হয়। রিপোর্ট দেখে চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
জার্মান বুন্ডেসলিগায় ভের্ডার ব্রেমেনের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন বায়ার্ন মিউনিখের এ ফরোয়ার্ড। জার্মান জায়ান্টরা সেই ম্যাচে ৬-১ গোলে জয় পেলেও চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মানেকে।
চোট এতটাই বাজে যে, পরের ম্যাচে তিনি খেলতে পারেননি। সে সময়ই বিশ্বকাপ মিশনও অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে মানের, কিন্তু তাকে নিয়েই ২৬ সদস্যের দল ঘোষণা করেন সেনেগালের কোচ আলিও সিসে।
স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে কাতারে যাওয়া হয়নি মানের।
এদিকে চোটের কারণে ছিটকে যাওয়া আরেক অভাগা আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গনসালেস। ইনজুরির অবস্থার উন্নতি না হওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন লিওনেল স্কালোনি। নিকের পরিবর্তে দলে ডাক পড়েছে আনহেল কোরেয়ার।