দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে ২০ নভেম্বর। প্রতিবারের মতো এবারও নানা জল্পনা কল্পনা চলছে, কার হাতে উঠতে যাচ্ছে এবারের বিশ্বকাপের শিরোপা। কেউ এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে, কেউ বা ব্রাজিলকে।
কিছুদিন আগে গেমিং নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস সিমুলিউটরের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে যে, এবারের বিশ্বকাপের শিরোপা উঠতে যাচ্ছে আর্জেন্টিনার হাতে। একই ভবিষ্যদ্বাণী করেন বেশ কয়েকজন।
এবারে পাশার দান গেল ব্রাজিলের পক্ষে। গেমিং বিশ্লেষণ কোম্পানি অপটা স্পোটর্স ডাটা ভবিষ্যদ্বাণী করেছে, এবারের শিরোপা ঘরে তুলবে ব্রাজিল।
২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। কাতার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের।
ডাটা পর্যালোচনা করার পর এমনই তথ্য তুলে ধরেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি। কৃত্রিম উপায়ে পারফরমেন্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে বিশ্বকাপ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি।
মডেল অনুযায়ী ট্রফি জয়ে ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফেভারিট হিসেবেও ফাইনালে ওঠার সর্বোচ্চ ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের।
বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলের পর এগিয়ে আছে আর্জেন্টিনা। এই বছরের বিশ্বকাপ জয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩ শতাংশ।
২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ে শীর্ষ পাঁচ দলের তালিকায় আছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। ফ্রান্সের ১২ শতাংশ, স্পেনের ৯ শতাংশ এবং ইংল্যান্ডের রয়েছে ৯ শতাংশ।
শিরোপা জয়ে জন্য তৃতীয়স্থানে থাকলেও টুর্নামেন্টের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনে সর্বোচ্চ ৯১ শতাংশ সম্ভাবনা ফ্রান্সের। শিরোপা জয়ে সবার উপরে থাকা ব্রাজিলের এক্ষেত্রে সম্ভাবনা ৮৯ শতাংশ।
২০১৮ আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার এবার সেই পারফরমেন্সের পুনরাবৃত্তির কোন সম্ভাবনা নেই। এবার তাদের ফাইনালে যাবার সম্ভাবনা মাত্র ৪ শতাংশ।