জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নতুন ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সের দল।
অ্যাডেলেইডে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৮৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৬ উইকেট অক্ষত রেখে ১৯ বল আগে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি ইংল্যান্ড। ব্যাটিং পাওয়ার প্লেতে তারা হারায় ৩ উইকেট। ফিল সল্ট ১৪, জেসন রয় ৬ ও জেমস ভিন্স ৫ রান করে আউট হন।
ইংল্যান্ডের ইনিংস মেরামতের দায়িত্ব নেন ডাউয়িড মালান। তার অনবদ্য সেঞ্চুরিতে এগুতে থাকে সফরকারী দল।
১২৮ বলে ১৩৪ রান করে আউট হন তিনি। এটি মালানের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আর কেউই অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে ৩৪ আর অধিনায়ক জস বাটলার ২৯ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স ৬২ রানে নেন ৩ উইকেট। অ্যাডাম জ্যাম্পা ৩ উইকেট নেন ৫৫ রান খরচায়।
জবাবে ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে উড়ন্ত শুরু করে স্বাগতিক দল। ১৯.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ১৪২ রান যোগ করেন এ দুই ব্যাটার।
৫৭ বলে ৬৯ রান করে আউট হন হেড। আর ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৮৪ বলে ৮৬।
এই দুইজনের বিদায়ের পর স্টিভেন স্মিথের ব্যাটে জয়ের পায় অস্ট্রেলিয়া। সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে ৭৮ বলে ৮০*।
২৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ইংল্যান্ডের হয়ে উইলি ৫১ রানে ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন মালান।
দুই দলের দ্বিতীয় ওয়ানডে শনিবার সিডনিতে।