বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বুধবার রাতে নিজ নিজ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও পোল্যান্ড। হেরে গেছে মেক্সিকো।
চারবারের বিশ্বকাপজয়ী জার্মানি একমাত্র গোলে হারিয়েছে ওমানকে। ওমানের রাজধানী মাস্কটের সুলতান কাবুস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
জার্মানির কোচ হানসি ফ্লিক নিজের খেলোয়াড়দের যাচাই করে নিতে টমাস মুলার, মারিও গোটশের মতো অভিজ্ঞদের ছাড়াই একাদশ সাজান। প্রথমার্ধে গোলশূন্য থাকে ম্যাচ।
ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে নিক্লাস ফালক্রুগের একমাত্র গোলে জয় পায় জার্মানরা।
২৩ নভেম্বর গ্রুপ-ইর ম্যাচে জাপানের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে জার্মানি।
বিশ্বকাপের আরেক দল পোল্যান্ডও একমাত্র গোলে জয় পেয়েছে চিলির বিপক্ষে। স্কোয়াডে থাকলেও দলের সবচেয়ে বড় তারকা রবার্ট লেওয়ানডোভস্কি ম্যাচে খেলেননি। ৮৫ মিনিটে পোলিশদের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রিস্টফ পিয়নটেক।
২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পোল্যান্ড।
পোল্যান্ডের বিশ্বকাপ গ্রুপসঙ্গী মেক্সিকো হেরে গেছে নিজেদের প্রস্তুতি ম্যাচে। সুইডেনের কাছে ২-১ গোলে হেরেছে কনকাকাফ অঞ্চলের দলটি।
৫৪ মিনিটে মার্কাস রোডেনের গোলে লিড নেয় সুইডেন। এর ৬ মিনিট পর আলেক্সিস বেগার গোলে সমতায় ফেরে মেক্সিকো।
কিন্তু ম্যাচ শেষ হওয়ার মিনিট ছয়েক আগে মাতিয়াস এসভেনবার্গের গোলে জয় বাগিয়ে নেয় সুইডেন।