কাতারে রোববার থেকে শুরু হচ্ছে ৩২ দলের অংশগ্রহণে ফিফা বিশ্বকাপ ২০২২। এর মধ্যে একে একে কাতারে পৌঁছাতে শুরু করেছে দলগুলো।
বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতকে তাদের মাটিতে গোলবন্যায় ভাসিয়ে কাতারে পৌঁছেছে মেসি বাহিনী। বৃহস্পতিবার কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আর্জেন্টিনা দল।
দলের একাংশ কাতারে পৌঁছেছে সপ্তাহখানেক আগে। আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে এবার পুরো দল উঠেছে কাতার বিশ্ববিদ্যালয়ে। লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনার কোচিং স্টাফ দল সেখানেই বিশ্বকাপের সময় অবস্থান করবে।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত আছে দলটি। কোপা আমেরিকা জয়সহ ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ঘরে তুলেছিল ‘ফিনালিসিমা’ শিরোপাও।
দুর্দান্ত ফর্মে থাকা লাতিন আমেরিকার দলটির কাছে পাত্তা পায়নি আরব আমিরাত। তাদেরকে ৫-০ গোলে হারিয়েছে মেসি-ডি মারিয়ারা। বিশ্বকাপ মিশন শুরুর আগে এটিই তাদের শেষ ম্যাচ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা।
গ্রুপ ‘সি’ তে থাকা অন্য দুটি হল মেক্সিকো ও পোল্যান্ড। ২৭ নভেম্বর রাত ১ টায় মেক্সিকোর বিপক্ষে ও ১ ডিসেম্বর রাত ১ টায় পোল্যান্ডের মুখোমুখি হবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।