বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোনালডোর ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ

  •    
  • ১৬ নভেম্বর, ২০২২ ১৭:১৭

বিশ্বকাপের আগে লিসবনে ফিরেছেন ৫ বারের বিশ্বকাপজয়ী। সেখানে সতীর্থ ও ম্যানেজারকে আশ্বস্ত করেছেন যে ক্লাবের ঝামেলা তার মাথায় নেই। 

বিশ্বকাপের আগে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের কড়া সমালোচনা করে মিডিয়ায় তোলপাড় ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালডো। তবে, নিজ দেশ পর্তুগালে ফিরে জাতীয় দলের এ অধিনায়ক জানিয়েছেন তার চিন্তা এখন শুধু বিশ্বকাপ নিয়ে।

বিশ্বকাপের আগে লিসবনে ফিরেছেন ৫ বারের বিশ্বকাপজয়ী। সেখানে সতীর্থ ও ম্যানেজারকে আশ্বস্ত করেছেন যে ক্লাবের ঝামেলা তার মাথায় নেই।

পর্তুগালের মিডফিল্ডার জোয়াও মারিও বুধবার সংবাদমাধ্যমকে বলেন, জাতীয় দলের জার্সিতে রোনালডো বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ও অনুশীলন উপভোগ করছেন।

তিনি বলেন, ‘জাতীয় দলে রোনালডো সবসময় খুব খুশি থাকে। গতকাল তাকে দেখেছি ও দেখে ভাল লেগেছে। এই মুহূর্তে তার সব মনোযোগ জাতীয় দলে। ইউনাইটেড নিয়ে সে যে সময়ে সাক্ষাৎকার দিয়েছে এটা নিয়ে আমি কোনো সমস্যা মনে করছি না।’

৩৭ বছর বয়সী রোনালডো নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন। পর্তুগালের আক্রমণভাগে তারকার ছড়াছড়ি থাকায় মূল একাদশে তার সুযোগ করে নেয়াটা কঠিন। এবারের মৌসুমে পর্তুগালের হয়ে মাত্র ৪টি ম্যাচে মূল একাদশে খেলেছেন তিনি। গোল করেছেন একটি।পর্তুগাল ২৪ নভেম্বর ঘানার বিপক্ষ বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ-এইচ এর অন্য দলগুলো হলো উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

এ বিভাগের আরো খবর