দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত ফিফা বিশ্বকাপের পর্দা উঠবে ২০ নভেম্বর। সে হিসেবে সময় বাকি আর চার দিন। এরই মধ্যে দলগুলো চলে এসেছে কাতারে বিশ্বকাপ ক্যাম্পে।
শেষ সময়ে এসে বিশ্বকাপের আয়োজনের খুঁটিনাটি বিষয় পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত আয়োজক দেশ।
বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারে এবারের বিশ্বকাপ বসতে যাচ্ছে দেখে আগে থেকেই ধারণা করা হচ্ছিল বেশ জমকালো আয়োজনের। বাহারি স্টেডিয়াম নির্মাণ করে শুরুতেই বর্ণাঢ্য আয়োজনের ইঙ্গিতও দিয়ে রেখেছিল কাতার।
বিশ্বকাপ সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবলভক্ত ও পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন কাতারে। সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
কী থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে, চলুন দেখে নেয়া যাক সেটি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২০ নভেম্বর রাত ১০টায় মাঠে নামবে স্বাগতিক কাতার ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। এই ম্যাচের ২ ঘণ্টা আগে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
যা থাকছে উদ্বোধন অনুষ্ঠানে
দোহার ৬০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে বিশ্বখ্যাত ও স্থানীয় শিল্পীদের পারফরম্যান্স দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি ও আমেরিকান গায়ক লিল বেবিও পারফর্ম করবেন।
বেবি গাইবেন বিশ্বকাপের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’। সেই গানে মানাল ও রেহমার সঙ্গে নাচবেন নোরা ফাতেহি।
বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশনার জন্য আনা হচ্ছে কোরিয়ান ব্যান্ড বিটিএসকে। এ ছাড়া স্থানীয় নৃত্যশিল্পীরাও আল বায়েত স্টেডিয়ামে পারফর্ম করার সুযোগ পাবেন।
সংগীতশিল্পী শাকিরা ও কিজ ড্যানিয়েল বিশ্বকাপের আসর মাতাতে আসবেন কি না, সেটি নিশ্চিত করা যায়নি।
অফিশিয়াল মাসকটের প্রদর্শন
উদ্বোধন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রদর্শন করা হবে বিশ্বকাপের অফিশিয়াল মাসকট লা’ইব। আরবি এই শব্দটির অর্থ অতি দক্ষ খেলোয়াড়।
এরপর শুরু হবে আতশবাজির ঝলকানি। আর এই ঝলকানির মধ্য দিয়ে শেষ হবে ৪৫ মিনিটের জমকালো অনুষ্ঠান।