দ্বিতীয় বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে ১৮ নভেম্বর। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বিসিবিতে আয়োজন করা হয় ২৪ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) পক্ষ থেকে ফটোশ্যুটে উপস্থিত থাকতে বলা হয় ২৪ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারদের।
আনুষ্ঠানিক ফটোসেশনের সময় দেয়া হয়েছিল বেলা ৩টায়। নির্ধারিত সময়ে টুর্নামেন্টে অংশ নেয়া ২১ দলের অধিনায়ক ও ম্যানেজার বিসিবিতে উপস্থিত হলেও ৩ দলের প্রতিনিধিরা জ্যামের কারণে উপস্থিত থাকতে পারেননি ফটোসেশনে।
৩ দলকে রেখেই ট্রফির সঙ্গে ছবি তোলার কাজটা সেরে নেয়া হয়। ফটোসেশন থেকে বাদ পড়া দলগুলো হল, ঢাকা মেরিনার ইয়ংগার্স ক্লাব, ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি, ট্যালেন্ট হান্ট ক্রিকেট অ্যাকাডেমি।
দ্বিতীয় বিভাগ লিগের দলগুলোর অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশন। ছবি: নিউজবাংলা
সিসিডিএমের এক সদস্য মঙ্গলবার সন্ধ্যা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য বলেন, ‘৩টি দল জ্যামের কারণে দেরিতে এসেছিল। ৫ মিনিট পর তারা এসেছিল। ফটোশ্যুটে ছিল না। কিন্তু অধিনায়কদের সঙ্গে আমাদের একটা ব্রিফিং ছিল টিম ম্যানেজার, অধিনায়কদের সঙ্গে সেটাতে তারা যোগ দিয়েছিল।’
নির্ধারিত সময়ে আসতে না পারায় জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। সিদ্ধান্ত অনুযায়ী দেরি করে আসায় ৩ দলের প্রতিটিকে অন্তত ১০ হাজার টাকা করে জরিমানা গুণতে হবে।
সিসিডিএমের সদস্য বলেন, ‘তৃতীয় বিভাগেও এমন ঘটনা ঘটেছিল, তখন ক্লাবগুলোকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। যেহেতু এটা দ্বিতীয় বিভাগ, তাই জরিমানাও বাড়বে। এখনও কত জরিমানা করা হবে সেটি সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ১০ হাজার টাকার মতো করে জরিমানা করা হবে তাদের।’
১৮ নভেম্বর শুরু হবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। তিন ভেন্যুতে হবে এবারের আসর। পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম, নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম আর সিটি ক্লাব মাঠে হবে খেলাগুলো।