স্বাধীনতা কাপে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। উত্তরা ফুটবল ক্লাবকে জোড়া গোলে হারিয়েছে আবাহনী। আর বাংলাদেশ বিমান বাহিনীকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গেটারসন একটি গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলে আবাহনী। বিরতির আগে লিড নেয় ধানমণ্ডির জায়ান্টরা। গেটারসন ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দনে।এর আট মিনিট পর উত্তরা ক্লাবের রাকিব নিজেদের জালে বল জড়ালে আবাহনীর লিড দ্বিগুণ হয়। ম্যাচের বাকি সময় গোলের দেখা পায়নি আর কোনো দল। ফলে, ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।দিনের আরেক ম্যাচে, কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বাংলাদেশ বিমান বাহিনীর ফুটবল টিম। ম্যাচের ২৮তম মিনিটে রাব্বির গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৩১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক গোল করে বিমান বাহিনীকে সমতায় ফেরান সুমন রেজা।বিরতিতে যাওয়ার পূর্বে ম্যাচের ৪৪তম মিনিটে ফয়সাল গোল করলে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে একচেটিয়া আক্রমণ করে মুক্তিযোদ্ধা।ম্যাচের ৬৯তম মিনিটে সজিব ও ম্যাচের শেষ দিকে ফয়সাল নিজের দ্বিতীয় গোলের দেখা পান। অতিরিক্ত সময়ে তাজউদ্দিন আরও একটি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।
স্বাধীনতা কাপে আবাহনী ও মুক্তিযোদ্ধার জয়
উত্তরা ফুটবল ক্লাবকে জোড়া গোলে হারিয়েছে আবাহনী। আর বাংলাদেশ বিমান বাহিনীকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
-
ট্যাগ:
- আবাহনী
- স্বাধীনতা কাপ
- বাফুফে
এ বিভাগের আরো খবর/p>