টানা খেলার ভেতর দিয়ে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন লিটন-মোসাদ্দেকরা।
২৪ নভেম্বর থেকে ভারত সিরিজের জন্য আনুষ্ঠানিক অনুশীলনে নামার কথা জাতীয় দলের। তার আগেই মাঠে নেমে যতে হচ্ছে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দশম আসরে খেলতে হবে তাদের।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, নাসুম হোসেন, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, হাসান মাহমুদসহ জাতীয় দলের বড় একটি অংশ খেলবেন এবারের বিসিএলে।
টি-টেনে খেলতে যাওয়া সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ছাড়া জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেলছেন এবারের বিসিএলে।
২০ নভেম্বর থেকে শুরু হওয়া বিসিএলের ওয়ানডে ফরম্যাটের পর্ব শেষ হবে ২৭ নভেম্বর। এদিকে ২৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে আনুষ্ঠানিক অনুশীলনের। এরপর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভারতের বিপক্ষের সিরিজ।
এরপর ডিসেম্বরে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে বিসিএলের চার দিনের ফরম্যাটের খেলা। সে কারণে ব্যস্ততার শেষ নেই ক্রিকেটারদের।
ক্রিকেটারদের উন্নতির জন্যই এমন ব্যস্ত সূচি করা হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল আলম ববি।
তিনি মঙ্গলবার বলেন , ‘আমাদের লক্ষ্য হল যত বেশি সম্ভব ক্রিকেটারকে বেশি সময়ের জন্য ব্যস্ত রাখা। এটা আমাদের ক্রিকেট সিজন, কেন এটাকে আমরা যথোপযুক্ত ব্যবহার করবো না? এসব মাথায় রেখেই করা।
‘জাতীয় দলের খেলোয়াড়দের খুব একটা পেতাম না তাদের অন্যান্য ব্যস্ততার কারণে। এবার পেয়েছি। তাদেরও সুবিধা হয়েছে যে তারা ওয়ানডে সংস্করণে খেলে পরের সিরিজটা খেলবে। এটাই আমাদের মূল লক্ষ্য। যত ক্রিকেটার আছে তাদের এক্সপোজার দেওয়া, এটাই বিসিবির কাজ।’