ওয়ানডে ও চার দিনের নিয়মিত ফরম্যাটে রোববার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের দশম আসর। গত আসরে ওয়ানডে ফরম্যাটের খেলা চার দিনের ফরম্যাটের পরে অনুষ্ঠিত হলেও এবারে সাদা বলের খেলা মাঠে গড়াবে আগে।
আসর সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। প্রতিবার বোর্ডের অধীনে দুই দল থাকলেও এবার ফ্র্যাঞ্চাইজি হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইসলামী ব্যাংক। ওয়ালটন সেন্ট্রাল জোনের ফ্র্যাঞ্চাইজি হিসেবে লম্বা সময় ধরে থাকলেও এবারের আসর থেকে সরে গিয়েছে তারা।
প্লেয়ার্স ড্রাফটে চারটি ফ্র্যাঞ্চাইজি ছয়জন করে ক্রিকেটারকে রেখে দিয়েছে গত আসরে খেলা। প্রতিটি দল বাকি ৯ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ড্রাফটের মাধ্যমে।
গত আসরে একই দলে খেলা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এবারও রয়েছেন একসঙ্গে। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলবেন তারা। ড্রাফট থেকে তাদের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস, এবাদত হোসেন ও রুবেল হোসেন।
বিসিবি নর্থ জোনের হয়ে গত আসরের মতো এই আসরও মাতাবেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই দুজনও নর্থ জোনেই ছিলেন বিসিএলের নবম আসরে।
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক ও মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন বিসিবি সেন্ট্রাল জোনের হয়ে। এ ছাড়া এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম রয়েছেন বিসিবি সাউথ জোনে।
হতাশাজনক বিষয় এটি যে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা বিসিএলে খেলার সুযোগ মিললেও সম্প্রতি দল থেকে ছিটকে যাওয়া সাব্বির রহমানকে নিতে আগ্রহ দেখায়নি কেউই।
চলুন একনজরে দেখে আসি কেমন হলো বিসিএলের দশম আসরের চার দল।
বিসিবি সাউথ জোন: এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসাইন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি ও রিশাদ হাসান।
সেন্ট্রাল জোন: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মাহমুদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আবদুল মাজিদ, সুমন খান, জাকের আলী, সালমান হোসাইন, তাইজুল ইসলাম ও মুশফিক হাসান।
ইসলামী ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মাহাদী, রেজাউর রহমান, এবাদত হোসেন, আশিকুর রহমান, প্রিতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসাইন, নাবিল সামাদ ও শরিফুল্লাহ।
বিসিবি নর্থ জোন: মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মণ্ডল ও নাঈম হাসান।